প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২২ ০১:৪৪:৫৮
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৭ পিচ ইয়াবা ও ১০০গ্রাম গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার বিকেলে উপজেলার ঘাঘরকান্দা ও মহুড়ার মোড়ে অভিযান চালিয়ে মোঃ ইবাদুল মোল্লা (২৬), সাজ্জাদ মোল্লা (৪৩) ও আনিছ কাজী (২৮) কে ৬৭ পিচ ইয়াবা ও ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে কোটালীপাড়া থানা পুলিশ।
মোঃ ইবাদুল মোল্লা ঘাঘরকান্দা গ্রামের আফজাল মোল্লার ছেলে ও সাজ্জাদ মোল্লা একই গ্রামের সুলতান মোল্লার ছেলে। অপদিকে আনিছ কাজী সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের আইয়ুব কাজীর ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক আইনে ২টি মামলা দিয়ে আজ রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রজবন্মনিউজ২৪/এ আর
কোটালীপাড়ায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষক নিহত
তামাকজাত পণ্য বিক্রয়ে লাইসেন্সিং ব্যবস্থার দাবিতে অবস্থান কর্মস‚চি
৩ দিনের ব্যবধানে অস্থির ব্রয়লার ও ডিমের বাজার
অধ্যক্ষ সালাম মাদানী'র বিরুদ্ধে মামলায় জনগণের নিন্দা ও প্রতিবাদ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৫
খেলতে গিয়ে ৭ দিন ধরে নিখোঁজ শিশু আরিয়ান