প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট কিনতে ভোর থেকে ভিড় জমেছে ইনডোরে

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২২ ১২:২১:২২ || পরিবর্তিত: ০৩ ডিসেম্বর, ২০২২ ১২:২১:২২

প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট কিনতে ভোর থেকে ভিড় জমেছে ইনডোরে

খেলা ডেস্ক: ভারত বনাম বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের টিকিট আজ শনিবার সকাল ৯ টা থেকে বিক্রয় শুরু হয়েছে।টিকিট পেতে ভোর থেকে আসা শুরু করছে দর্শকরা।মিরপুর ইনডোর স্টেডিয়ামে ভিড় জমিয়েছে হাজারো ক্রিকেট প্রেমি মানুষ।

এই সিরিজের প্রথম দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপর শেরে বাংলা স্টেডিয়ামে।বিসিবি বস নাজমুল হাসান পাপন শুক্রবার সংবাদ সম্মেলনে ম্যাচের টিকিটের মূল্য র্নিধারন করেন।

টিকিটের মূল্য: গ্রাউন্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০টাকা,ভিইপি গ্যালারির টিকিটের মূল্য ১০০০টাকা,ক্লাব হাউজ টিকিটের মূল্য ৫০০টাকা,নর্থ/সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০টাকা,ইস্ট গ্যালারির টিকিটের মূল্য ২০০টাকা।

সকালে ইনডোরে দর্শকদের টিকিট ক্রয় করার সবাই অনেক উৎসাহিত ছিলেন। কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতে নারাজ টিকিটের লাইনে। একজন ব্যেক্তি সবোর্চ্চ ২টি টিকিট  সংগ্রহ করতে পারবেন।

প্রথম ম্যাচ থেকে ইনজুরিতে ছিটকে গেছেন ওযানডে ক্যাপ্টেন তামিম ইকবাল ও পেসার তাসকিন আহমেদ।আগামী কাল দুপুর ১২:৩০ টায় ম্যাচটি শুরু হবে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে।এই ম্যাচে দলের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে লিটন কুমার দাস।দেশর ১৫তম ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে আগামীকাল অভিষেক হবে মিরপর শেরে বাংলা স্টেডিয়ামে।


প্রজন্মনিউজ২৪/সাঈদ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ