একদিনের ব্যবধানে আবারও পশ্চিমতীরে ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২২ ০৬:২৭:০৫ || পরিবর্তিত: ০১ ডিসেম্বর, ২০২২ ০৬:২৭:০৫

একদিনের ব্যবধানে আবারও পশ্চিমতীরে ফিলিস্তিনি নিহত

আবারও ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ ঝরল নিরীহ ফিলিস্তিনির। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে তেল আবিবের দাবি, জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালায় ওই দুই ফিলিস্তিনি। খবর এপির।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি মৃত্যুর ঘটনায় আবারও উত্তপ্ত পশ্চিমতীর। প্রায় প্রতিদিনই ইসরাইলি বাহিনীর গুলিতে প্রাণ যায় নিরীহ ফিলিস্তিনিদের। বৃহস্পতিবার অধিকৃত পশ্চিমতীরে ইসরাইল বাহিনী হামলা চালায়। এতে হতাহত হন বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শরণার্থী শিবিরে ঢুকে ইসরাইলি সেনারা অতর্কিত হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। তবে তেল আবিবের দাবি, অভিযান চালানোর সময় তাদের ওপর আক্রমণ করার জেরে তারা গুলি চালায়। এছাড়া, নিহতরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানানো হয়। এ নিয়ে গেল ৭২ ঘণ্টায় ইসরাইলি সেনাদের গুলিতে প্রাণ হারালো আট জন ফিলিস্তিনি নাগরিক।

এর আগে গত মঙ্গলবার (২৯ নভেম্বর) ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সাড়াশি অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। অভিযানে দুই সহোদর ভাইসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দুটি অভিযানে এ চারজনকে হত্যা করা হয়। দুই সহোদর হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)। প্যালেস্টিনিয়ান অথরিটির বেসামরিক বিষয়ক মন্ত্রী হুসেইন আল-শেইখ এ হত্যাকাণ্ডকে ‘ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। অপর ঘটনাটি ঘটেছে হেবরনের নিকটবর্তী এলাকায়।

পশ্চিম তীরের শহরগুলোর রাস্তায় ইসরাইলি সেনাদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটার পর এ এলাকার ফিলিস্তিনি শহরগুলোতে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। তাদের গুলিতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৪৭ জনই অপ্রাপ্তবয়স্ক শিশু। যা ২০০৬ সালের পর সর্বোচ্চ।

এছাড়া চলতি বছর ৭ নভেম্বর পর্যন্ত শুধু পশ্চিম তীরেই ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৮ হাজার ৯০০ জন গুরুতর আহত হয়েছে। বিপরীতে ফিলিস্তিনিদের হামলায় মাত্র ২৫ ইসরাইলি নিহত হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর ইসরাইলের সবচেয়ে ডানপন্থী সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে এসেছেন। নেতানিয়াহুর প্রত্যাবর্তনে ইসরাইল-ফিলিস্তিন সংকট প্রকটের ধারণা বিশ্লেষকদের।


প্রজন্মনিউজ২৪/এ কে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ