মেসির যত পেনাল্টি মিস

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২২ ০১:২০:৩০

মেসির যত পেনাল্টি মিস

পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় পা রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। নাইন সেভেন ফোর স্টেডিয়ামে বুধবার (৩০ নভেম্বর) আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ইউলিয়ান আলভারেজের গোলে পোলিশদের হারায় আলবিসেলেস্তেরা। তবে এদিন পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন অধিনায়ক লিওনেল মেসি। তাতেও অবশ্য একটি রেকর্ড গড়েছেন তিনি।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা প্রথমার্ধেই পেয়েছিল গোলের সুবর্ণ সুযোগ। পোলিশ গোলরক্ষক ভয়েচেখ সেজনির ভুলে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। তবে, স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার নেয়া পেনাল্টি শট বাঁ দিকে ঝাঁপিয়ে সেভ করেন সেজনি। মেসির পেনাল্টি ঠেকিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন য়্যুভেন্তাসে খেলা সেজনি। পোল্যান্ডের সাবেক গোলরক্ষক জ্যান টমাসজেভস্কি (১৯৭৪) ও যুক্তরাষ্ট্রের ব্রাড ফিডেলের (২০০২) পর তৃতীয় গোলরক্ষক হিসেবে বিশ্বকাপের এক আসরে দুটি পেনাল্টি শট সেভ করার কৃতিত্ব দেখালেন তিনি।

সেজনির রেকর্ডের দিনে মেসিও রেকর্ড গড়েছেন। প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করা একমাত্র খেলোয়াড় এখন মেসি। পোল্যান্ডের বিপক্ষে মিসের আগে রাশিয়ায় অনুষ্ঠিত গত বিশ্বকাপেও পেনাল্টি মিস করেছিলেন মেসি। সেবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক হ্যান্স থর হাল্ডারসন ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন মেসির পেনাল্টি।

আন্তর্জাতিক ও ক্লাব পর্যায় মিলিয়ে এখন পর্যন্ত ৩১টি পেনাল্টি মিস করেছেন মেসি।
জার্মানির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মেসি প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে পেনাল্টি মিস করেন। অবশ্য ম্যাচটিতে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয়লাভ করেছিল। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৪টি পেনাল্টি মিস করেছেন মেসি।

কাতার বিশ্বকাপের আগে মেসি সর্বশেষ পেনাল্টি মিস করেছিলেন পিএসজির জার্সিতে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন এ আর্জেন্টাইন। পিএসজির জার্সিতে এটিই এখন পর্যন্ত মেসির একমাত্র পেনাল্টি মিস।

এর বাইরেও আর্জেন্টিনার জার্সি গায়ে বিভিন্ন টুর্নামেন্টে পেনাল্টি শুটআউটে মেসি এখন পর্যন্ত ৭টি শট নিয়েছেন। এর মধ্যে একটি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি।


প্রজন্মনিউজ২৪/এ কে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ