প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২২ ১২:২৪:০১
নকআউট পর্ব অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারলেও কোনো যায় আসবে না তাদের। তবে এরই মাঝে দুঃসংবাদ পেল কোচ তিতের শিবির। ক্যামেরুনের বিপক্ষে অনিশ্চিত ব্রাজিলের ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন জুভেন্টাসের এই লেফটব্যাক। এজন্য ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবেন না সেলেসাওদের রক্ষণভাগের অন্যতম সেরা এই তারকা।
ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমা জানান, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অ্যালেক্স সান্দ্রোকে তুলে নেওয়া হয়। তার কোমরের বাঁ পাশে মাংসপেশিতে চোট দেখা দিয়েছে। এজন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্দ্রো খেলবেন না।
এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ক্যামেরুনের বিপক্ষে সান্দ্রোর জায়গায় খেলবেন ব্রাজিলের আরেক লেফটব্যাক অ্যালেক্স তেলেস।
উল্লেখ্য, চোটাক্রান্ত হয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের পরই ছিটকে গেছেন ব্রাজিল দলের পোস্টার বয় নেইমার জুনিয়র।
প্রজন্মনিউজ২৪/এ কে
সন্ধান মিলল আরও একটি বাসযোগ্য গ্রহের
ইউক্রেনকে নতুন ধরনের যে বোমা দিচ্ছে আমেরিকা
অধ্যক্ষ সালাম মাদানী'র বিরুদ্ধে মামলায় জনগণের নিন্দা ও প্রতিবাদ
শাহরুখকে নিয়ে যা বললেন ‘দ্য অ্যালকেমিস্ট’ লেখক পাওলো
লক্ষীপুরে সৃজন স্টুডেন্ট ডে কেয়ার এর উদ্বোধন
কবিরহাটে মাদরাসার নতুন ভবন উদ্বোধন
পিসিবি সিনিয়র এবং অনূর্ধ্ব ১৯ দলের জন্য নির্বাচন কমিটি ঘোষণা করেছে