রাজনগরে মাধ্যমিকের শতভাগ রেজাল্ট আকাশ কুসুম

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২ ১১:২৫:৫৩

রাজনগরে মাধ্যমিকের শতভাগ রেজাল্ট আকাশ কুসুম

মাছুম বখ্স মাহী মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলা এসএসসি 2022 এ কোন প্রতিষ্ঠান নেই শতভাগ রেজাল্ট। রাজনগর উপজেলার 22 টি প্রতিষ্ঠান হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিলেও কোনো প্রতিষ্ঠানে আসেনি শতভাগ রেজাল্ট।

পাশের দিক দিয়ে সর্বোচ্চ রেজাল্ট এসেছে রাজনগর হাই স্কুলের ৯৬ দশমিক ৮০ শতাংশ,এ প্লাসের সংখ্যা ৩১ টি। পাশের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রাজনগর প্রোর্টিয়াস হাই স্কুল, পাশের হার ৯৩.৩৩ শতাংশ। এ স্কুলে এ প্লাস ৪ টি। এ প্লাস এর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে তারাপাশা হাই স্কুল এবং দ্বিতীয় অবস্থানে  খলাগাঁও উচ্চ বিদ্যালয় তৃতীয়  আলহাজ্ব আব্দুল মুক্তাদির একাডেমী। তাদের জিপিএ ফাইভ এর সংখ্যা যথাক্রমে ১৬ টি ১৬ টি ও ১৪ টি। উপজেলায় সবচেয়ে বেশি অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বিমালাচরণ হাই স্কুলও খলাগাঁও  উচ্চ বিদ্যালয়ে। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ১৭৪ জন ও ১৬৯ জন ।

এ ব্যাপারে রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনূস বলেন,রাজনগরে মাধ্যমিকে শতভাগ রেজাল্ট না আসলেও জিপিএ ফাইভ  এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে গিয়েছে।

তবে রাজনগরের শিক্ষাবিদদের মতে,মোবাইলে ইন্টারনেটের সহজলভ্যতা, অভিভাবকদের অসাবধানতার কারণে শিক্ষার্থীদের শিক্ষার মান কমে গিয়েছে যার ফলে রাজনগরের শতভাগ রেজাল্ট আসেনি।


প্রজন্মনিউজ২৪/এ কে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ