প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২২ ১১:১৮:৪৮
সাবিক ওমর সবুজ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ( শজিমেক ) হাসপাতালের সামনে বর্ষণ মেডিসিন এন্ড সার্জিক্যাল প্রতিষ্ঠানকে রবিবার (২৭ নভেম্বর ) বিকাল সাড়ে ৫টার দিকে জরিমানাসহ সাময়িক সিলগালা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি করায় এই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল ইসলাম রিজভী জানান, লিখন নামে এক ব্যক্তির চারদিনের বাচ্চা গুরুতর অসুস্থ্যতার কারণে শজিমেকে ভর্তি রয়েছে। চিকিৎসক তাকে কাচিন ১০০ নামে একটি ইঞ্জেকশন আনতে বললে তিনি শজিমেক হাসপাতালের সামনের ওই সার্জিক্যাল থেকে ইঞ্জেকশনটি ৫২০ টাকায় কেনেন। পরে খোঁজ নিয়ে ইঞ্জেকশনের দাম ১৬টাকা জানতে পেরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ দায়ের করেন লিখন। অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানাসহ সাময়িক সিলগালা করে দেয়া হয়। সেই সাথে অভিযোগকারীকে আইন অনুযায়ী সাড়ে সাত হাজার টাকা প্রদান করা হয় ।
প্রজন্মনিউজ২৪/এ কে
বগুড়া শিবগঞ্জে জামায়াতের ৯ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ
সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় নরওয়ে: রাষ্ট্রদূত
কোটচাঁদপুরে মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় নিহত এক
‘স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট নাগরিক’:শিক্ষামন্ত্রী
অধ্যক্ষ সালাম মাদানী'র বিরুদ্ধে মামলায় জনগণের নিন্দা ও প্রতিবাদ
মেয়র প্রার্থী হাবিবুর রহমানের গণসংযোগ