লুন্ঠিত স্বর্ণালংকার-নগদ টাকাসসহ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২২ ১১:২০:৩৩

লুন্ঠিত স্বর্ণালংকার-নগদ টাকাসসহ ছিনতাইকারী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে লুন্ঠিত স্বর্ণালংকার-নগদ টাকাসসহ ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।  

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষীদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আবদুর রহমান (২৩) একই গ্রামের মারজানের ছেলে জাহেদ(২৫)ও চরঈশ্বর গ্রামের ভুলু ড্রাইভারের ছেলে হোসেন আহম্মদ (২৫)।  

শনিবার ( ২৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বঙ্গবন্ধু সড়ক টু আলী হাজী ইটের সড়কের আবুল বাশারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, শনিবার দুপুর পৌনে ১টার দিকে গৃহবধূ আফসানা বেগম (২৫) পারিবারিক প্রয়োজনে ১ ভরি তের আনা স্বর্ণালংকার, নগদ ৫১ হাজার ৫৭০ টাকাসহ নিজ বাড়ি থেকে ওছখালী বাজার যাওয়ার পথে বঙ্গবন্ধু সড়ক টু আলী হাজী ইটের সড়কের আবুল বাশারের বাড়ির সামনে  পৌঁছলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল যোগ তিন ছিনতাইকারী ওই গৃহবধূর গতিরোধ করে চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা তিন ছিনতাই করে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইয়ের শিকার আফসানা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে তিন ছিনতাইকারীকে ১ ভরি ১৩ আনা স্বর্ণালংকার ও নগদ ৫১ হাজার ৫৭০ টাকা এবং দুটি চাকু, আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল, একটি হিরো মোটরসাইকেলসহ আটক করে পুলিশে সোপর্দ করে।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।   


প্রজন্মনিউজ২৪/এ কে

এ সম্পর্কিত খবর

আইপিএল জুয়াড়ি সন্দেহে চারজন গ্রেফতার

চোরের হামলায় স্বামী- স্ত্রী আহত, মামলা হলেও গ্রেফতার হয়নি আসামী!

মাদক ব্যবসার মূল হোতা সোর্স শহীদ ধরা ছোঁয়ার বাইরে

সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত

টেকনাফের শীর্ষ মাদক ব্যবসায়ী নুরুল আলম মোজাহিদের হাতে সাংবাদিকতার কার্ড

সাংবাদিক মুশফিকুল আনসারিকে হয়রানি, নিন্দা সিপিজের

সাংবাদিকের গাড়িতে ছিনতাই, ঘটনাস্থল অন্য এড়িয়ার বলে ৩ থানার গড়িমসি

খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিম গ্রুপের দুই সদস্য গ্রেফতার

দক্ষিণ আইচায় ২৫ বছরকরে দণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

ধুনটে বাঙ্গালী নদী থেকে অবাধে চলছে মাটি ও বালু বিক্রি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ