রাবিতে সমন্বিত হল সমাপনীর রেজিষ্ট্রেশনের শেষ দিন ৩০ নভেম্বর

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২২ ০৫:৫০:২৬ || পরিবর্তিত: ২৬ নভেম্বর, ২০২২ ০৫:৫০:২৬

রাবিতে সমন্বিত হল সমাপনীর রেজিষ্ট্রেশনের শেষ দিন ৩০ নভেম্বর

মো:সোহাগ আলী,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭টি আবাসিক হলের সমন্বিত হল সমাপনী আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য হলের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের আবাসিক- অনাবাসিক শিক্ষার্থীদের ৩০ নভেম্বরের মধ্যে নাম অন্তর্ভুক্ত বা রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. সুজন সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের ন্যায় এ বছরও আমরা সমন্বিত হল সমাপনী করতে যাচ্ছি। হলের সব শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব। হলগুলো এককভাবে সমাপনী করলে দেখা যায়, সব হলের হল সমাপনী শেষ হতে অনেক সময় লেগে যায়। তাই আমরা সব হল মিলে সমাপনীর আয়োজন করেছি।

প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক জানান, আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টায় সব হলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং সব হলের প্রাধ্যক্ষরা উপস্থিত থাকবেন। শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা থাকবে। বিকেল ৪টায় আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।


প্রজন্মনিউজ২৪/সাঈদ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ