প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২২ ১১:২৩:১৬ || পরিবর্তিত: ২৫ নভেম্বর, ২০২২ ১১:২৩:১৬
অনলাইন ডেস্কঃ ব্রাজিলের জয়ের উন্মাদনায় মেতে ওঠে রাজধানী ঢাকা। মধ্যরাতের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে খেলা উপভোগ করেন শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। সব বয়সীদের এক সঙ্গে খেলা উপভোগে যোগ দেয় বাড়তি আনন্দ।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের জয়ের ঢেউ লেগেছে তিলোত্তমা ঢাকায়। দুই গোলে জয়ের হাতছানি পাওয়া হলুদ দলের সমর্থকদের উল্লাসে প্রাণবন্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। নেচে-গেয়ে জয়ের উন্মাদনাকে আরও বর্ণিল করেন ব্রাজিল সমর্থকরা, যার আলোকচ্ছটা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও।
প্রতিবারের মতো এবারও টিএসসিতে আয়োজন করা হয় বড় পর্দায় খেলা দেখার। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো টিএসসি। বিভিন্ন হলের শিক্ষার্থী ছাড়াও খেলা উপভোগে অংশ নেন নানান শ্রেণি-পেশার মানুষ। দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ব্রাজিল ভক্তরা। হাজারও মানুষ একসঙ্গে খেলা দেখেন।
সমর্থকরা বলেন, ‘ব্রাজিল ব্রাজিলের মতোই খেলেছে। দারুণ এ জয়ে উন্মাদনার শেষ নেই। আমরা খুবই আনন্দিত। এবারের শিরোপা ব্রাজিলই জিতবে।’
রিচার্লিসনের দ্বিতীয় গোলের পর উল্লাসে মেতে ওঠে টিএসসি। শৈল্পিক শটের মাধ্যমে দ্বিতীয় গোলটি করায় সমর্থকদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস।
ভক্তরা বলেন, ‘ব্রাজিল অসাধারণ খেলেছে। আশা করি, পরের ম্যাচও এমনই খেলবে। আমরা আশাবাদী, ব্রাজিল এবার শিরোপা ঘরে নেবে।’
এর আগে একই স্থানে পর্তুগাল ও ঘানার খেলা উপভোগ করেন ফুটবলপ্রেমীরা।
প্রজন্মনিউজ২৪/এ আর
নবীনদের সাহস জোগালেন: বিশ্বজয়ী দি মারিয়া
মেসির অনন্য এক গুণের কথা জানালেন স্কালোনি
এনএফএস রেগনার্স'র হাতে উঠলো 'এনপিএল-২০২৩'র শিরোপা
শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশালকে হারাল সিলেট
পবিপ্রবিতে দিনব্যাপী আয়োজনে "বেল আউট"
ঘোড়াঘাটে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন