প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২২ ০৩:৫৮:৫৭
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রাখালকান্দি গ্রামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবম শ্রেণির ওই শিক্ষার্থীল নাম সুমনা আক্তার (১৬)।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে রাখালকান্দি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। দোয়ারাবাজার থানার উপপরিদর্শক এসআই পান্না লাল দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, নিহত সুমনা আক্তার বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে স্কুল যাওয়ার কথা বলে তার নানার বাড়িতে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে আসেন। পরে পরিবারের লোকজন বাড়িতে এসে ঘরের সিলিং ফ্যানের সাথে সুমনাকে ঝুলতে দেখে। তার মায়ের ব্যবহৃত কাপড়ে তার মরদেহ ঝুলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রজন্মনিউজ২৪/টিআর/এসএমএ
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জাপানি সেই দুই শিশুর জিম্মার বিষয়ে রায় আজ
মোবাইল ফোন উদ্বারের নামে পুলিশের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল
ভারতের দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত পাইলট
পাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় আইটি ফেয়ার শুরু
শিক্ষার্থী আত্মহত্যায় ১ম অবস্থানে ঢাকা, এগিয়ে নারী শিক্ষার্থীরা
বগুড়া পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদকের উপর হামলা