আর্জেন্টিনা-সৌদির লড়াই কেমন হবে

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২ ১২:০৩:৫৬ || পরিবর্তিত: ২২ নভেম্বর, ২০২২ ১২:০৩:৫৬

আর্জেন্টিনা-সৌদির লড়াই কেমন হবে

বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে লাতিন আমেরিকার জায়ান্ট আর্জেন্টিনা, প্রতিপক্ষ সৌদি আরব। দোহার লুসাইলে আইকনিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টায়।

এই নিয়ে মোট ১৮ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে আর্জেন্টিনা। সৌদি আরবের এটি ষষ্ঠ বিশ্বকাপ। আর ফিফা বিশ্বকাপে এই প্রথম দেখা হতে যাচ্ছে আর্জেন্টিনা ও সৌদি আরবের।

ছত্রিশ বছরের শিরোপার আক্ষেপ কিংবা মেসির শেষ বিশ্বকাপ শিরোপা রাঙাতে প্রস্তুত আলবিসেলেস্তেরা। মরুর বুকে বিশ্বকাপেরর মঞ্চে নামার আগে এই দলটি টানা ৩৬ ম্যাচ অপরাজিত। যা শুধু আর্জেন্টিনা নয়, বিশ্ব ফুটবলে রেকর্ড। সেই ধারবাহিকতাই ধরে রেখে সৌদি আরবের বিপক্ষে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দুই বারের বিশ্বজয়ীরা।

ইনজুরিতে দু-একজন ছিটকে গেলেও শেষ মুহূর্তে সেরা কম্বিনেশন ঠিক করতে পেরেছেন লিওনেল স্ক্যালোনি। তাই সৌদি আরবের বিপক্ষে ইতিবাচক শুরুর অপেক্ষায় বিশ্বকাপের হট ফেভারিটরা।

স্ক্যালোনি জানিয়েছেন, এবার তার দল মেসিনির্ভর নয়। দলের সবাই ভালো খেলতে তৈরি আছে। অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজও দলকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোর জন্য নিজেদের সর্বস্ব দিতে তৈরি।

প্রস্তুতি ম্যাচেও দারুণ খেলেছে লাতিন আমেরিকার জায়ান্টরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে স্ক্যালোনির শিষ্যরা। ফলে সৌদির বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী গোটা দল। শুধু এই ম্যাচ নয়, মেসিকে ট্রফি উপহার দিতে মরিয়া সবাই। সেই জেদটাই সব চেয়ে বড় শক্তি এবারের আর্জেন্টিনার। কারণ সবাই জানেন এবার না হলে নেভার।

অন্যদিকে শক্তি কিংবা সাম্প্রতিক ফর্ম, কোনো দিক দিয়েই আলবিসেলেস্তেদের ধারেকাছে নেই সৌদি আরব। আরব দেশটির সেরা সাফল্য ১৯৯৪ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে শেষ ষোলোতে খেলা। এ ছাড়া সৌদি আরব নিজেদের শেষ ৫ ম্যাচে দুটি জয়, দুটি ড্র আর হেরেছে একটিতে। আর সবশেষ গত বুধবার (১৬ নভেম্বর) ক্রোয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে তারা।

তারপরও সৌদি আরবকে একেবারে সহজ প্রতিপক্ষও ভাবার সুযোগ নেই আর্জেন্টিনার। এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় চারবার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে দুটিতে জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ম্যাচ হয়েছে ড্র। তার মধ্যে সবশেষ দেখায় ২০১২ সালে প্রীতি ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়। তাই আরব রাষ্ট্রটি আরও একবার আলবিসেলেস্তের পরীক্ষায় ফেলবে কিনা, সেটা আগেভাগে বলে দেয়া যায় না!

আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো ডিবু মার্টিনেজ, জেরোনিও রুলি ও ফ্রাঙ্ক আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা ও এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।

সৌদির স্কোয়াড 

গোলরক্ষক: মোহাম্মদ আল-ওয়াইস (আল-হিলাল), নাওয়াফ আল-আকিদি (আল-নাসর), মোহাম্মদ আল-ইয়ামি (আল-আহলি)।

ডিফেন্ডার: ইয়াসির আল-শাহরানি, আলী আল-বুলাইহি, আবদুল্লাহ আল-আমরি, আবদুল্লাহ মাদু, হাসান তাম্বকতি, সুলতান আল-ঘানম, মোহাম্মদ আল-ব্রেক, সৌদ আবদুলহামিদ।

মিডফিল্ডার: সালমান আল-ফারাজ, রিয়াদ শারাহিলি, আলি আল-হাসান, মোহাম্মদ কান্নো, আবদুলেলাহ আল-মালকি, সামি আল নাজেই, আবদুল্লাহ ওতাইফ, নাসের আল-দাওসারী, আবদুল রহমান আল-আবউদ, সালেম আল-দাওসারী, হাতান বাহেবরি।

ফরোয়ার্ড: ফাহাদ আল-মুওয়াল্লাদ, হাইথাম আসিরি, সালেহ আল-শেহরি, ফিরাস আল-বুরাইকান।

বিশ্বকাপের ২২তম আসরে ইনজুরির মিছিলটা বেশ অদ্ভুত। এরই মধ্যে ছিটকে গেছেন অনেক তারকা। ইনজুরি থাবা বসিয়েছে আর্জেন্টিনা শিবিরেও। আর এবার দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির পায়ের গোড়ালি ফুলে যাওয়ায় চিন্তার ভাঁজ ভক্তদের কপালে।

বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

তার আগে সোমবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে মেসি নিজেই জানিয়েছেন, তিনি শারীরিকভাবে ভালো বোধ করছেন। কিন্তু আসলে কতটা ভালো আছেন তিনি? কিছু কি লুকাচ্ছেন আর্জেন্টাইন তারকা? সাম্প্রতিক একটি ছবি প্রকাশ্যে আসার পর এমনটাই মনে হচ্ছে!

ফুরফুরে মেজাজে বিশ্বকাপ শুরুর অপেক্ষায় আর্জেন্টিনা। ইনজুরিতে দু-একজন ছিটকে গেলেও শেষ মুহূর্তে সেরা কম্বিনেশন ঠিক করতে পেরেছেন লিওনেল স্ক্যালোনি। তাই সৌদি আরবের বিপক্ষে ইতিবাচক শুরুর অপেক্ষায় বিশ্বকাপের হট ফেবারিটরা। দোহার লুসাইলে আইকনিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৪টায়। প্রিয় দলের খেলাটি টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবে বাংলাদেশের দর্শকরা।


প্রজন্মনিউজ২৪/এ কে

এ সম্পর্কিত খবর

সিলেট নগরীর আইনশৃঙ্খলা মনিটরিং সিসি ক্যামেরার মাধ্যমে, উদ্বোধনকালে সিসিক মেয়র

বেরোবিতে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের কর্মশালা ও ইফতার

মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের

বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

নোয়াখালীতে ১২ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম

গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, এ আন্দোলনে আমরা বিজয়ী হবো : মির্জা ফখরুল

খালেদা জিয়ার স্বাস্থ্য আবারও খারাপ, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

রোজাদারের জন্য হাদিসে যেসব সুসংবাদ দেওয়া হয়েছে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ