ফারদিনের হত্যার স্থান নিয়ে র‌্যাব ও ডিবির অবস্থান ভিন্ন

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২২ ০৫:৪৭:০০ || পরিবর্তিত: ১৭ নভেম্বর, ২০২২ ০৫:৪৭:০০

ফারদিনের হত্যার স্থান নিয়ে র‌্যাব ও ডিবির অবস্থান ভিন্ন

 

অনলাইন ডেস্কঃ বুয়েটছাত্র ফারদিন চনপাড়ায় নিহত হয়নি বলে ধারণা ডিএমপি গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদের।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ফারদিনকে রাত সোয়া দুইটায় যাত্রাবাড়িতে হাঁটতে দেখা গেছে, সেখান থেকে কয়েকজন তাকে লেগুনায় তুলে নিয়ে যায় তারাবোর দিকে। ধরে নেন, বিশ্বরোডের দিকে।

তিনি বলেন, লেগুনাচালক নজরদারিতে আছে, এখন পর্যন্ত এভাবেই কাজ চলছে। প্রথমত তাকে সাদা গেঞ্জি পরিহিত একজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে সেখানে আরও কয়েকজনকে তাকে তুলে নিতে দেখা যায়।

তিনি আরও বলেন, র‌্যাব বা কে কি বলেছে, সেটা আমার দেখার বিষয় না, আমি আমারটা বলব। সোয়া দুইটায় যে যাত্রাবাড়ি হাঁটে, তার পক্ষে আড়াইটায় চনপাড়া থাকা অসম্ভব।

এর আগে গত বুধবার (১৬ নভেম্বর) র‌্যাব জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় রাত আড়াইটায় খুন হন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ।


প্রজন্মনিউজ24/সাঈদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ