ঠাকুরগাঁও শহরের প্রবেশমুখে ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২২ ০২:২৮:৩৪

ঠাকুরগাঁও শহরের প্রবেশমুখে ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মোঃ নাজমুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
টেকসই বর্জ্য ব্যবস্থাপনার নামে বিভিন্ন বাসাবাড়ির ময়লা স্তূপ করে ফেলে রাখা হচ্ছে ঠাকুরগাঁও শহরের প্রবেশমুখে। এ অবস্থায় অতিষ্ঠ হয়ে পড়েছে পৌরবাসী। তবুও পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের।

ফেলে রাখা ময়লা-আবর্জনার তীব্র গন্ধে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পথচারীসহ স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা। অনেকটা বাধ্য হয়েই নাক চেপে রাস্তার পাশ দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।

শহরের প্রবেশপথে সত্যপীর ব্রিজ সংলগ্ন এলাকায় চোখে পড়বে ময়লা-আবর্জনার স্তূপ। পাশেই রয়েছে ডিসি পার্ক। পার্কের উল্টো প্রান্তে রাস্তার পাশেই যানবাহনে করে বছরের পর বছর ময়লা ফেলে চলেছেন টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সঙ্গে চুক্তিবদ্ধ জেলার ইএসডিও নামে একটি বেসরকারি সংস্থার পরিচ্ছন্নতা কর্মীরা।

শুধু তাই নয়, শহরের টাংগন ব্রিজ, গোবিন্দনগরসহ কয়েকটি স্থানে ময়লা ফেলছেন তারাই। আর এসব ময়লা নিয়ে আসা হচ্ছে জেলা শহরের অধিকাংশ বাসাবাড়ি থেকে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই পৌর শহরের বিভিন্ন বাসার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে পৌরসভার মূল ফটকসহ বিভিন্ন স্থানে। এতে ময়লা-আবর্জনার পাশ দিয়েই প্রতিনিয়ত তাদের অনেক কষ্টে নাক-মুখ চেপে যাতায়াত করতে হচ্ছে। এমনকি বৃষ্টি হলেই প্রচণ্ড দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে বলেও অভিযোগ করে সাধারন মানুষ।

বেসরকারি সংস্থা ইএসডিওর টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কো-অর্ডিনেটর তারেক হাসান জানান, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প হাতে নেয় বেসরকারি প্রতিষ্ঠান ইএসডিও। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও পৌরসভাসহ সংস্থাটির যৌথ উদ্যোগে দীর্ঘদিন ধরেই পৌরসভার একটি খালে ময়লাগুলো ফেলা হচ্ছে বলে স্বীকার করেন তিনি।

পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আরা বন্যা জানান, পৌরসভার প্রবেশদ্বারে বড় খাল থাকায় সেখানে ময়লা ফেলা হচ্ছিল। দ্রুত সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম জানান, খোলা জায়গায় ফেলা ময়লার দুর্গন্ধ নানা রোগের কারণ হতে পারে। সঠিক পরিকল্পনায় ময়লা-আবর্জনা ফেলা উচিত, তা না হলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে।

প্রজন্মনিউজ24/সাঈদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ