প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২২ ১১:১৪:০৫
মহিউছ ছাইয়েদ,গবি প্রতিনিধিঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অক্টোবর-২২ সেশনে নতুন ভর্তিকৃত শিক্ষার্থী ও সকল অনুষদ/ বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২৭ নভেম্বর থেকে।
বুধবার (১৬ নভেম্বর) গবির রেজিস্ট্রার এস.তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এই বিষটি চুড়ান্ত করা হয়।
এতে বলা হয়, গণ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ/বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আগামী ২৭/১১/২০২২ ইং তারিখ৷ রোজ রবিবার থেকে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের অক্টোবর-২২ সেশনের ক্লাস শুরু হবে।
এবং এতে আরো বলা হয়, নতুন ভর্তিকৃতসকল শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের সাথে যোগাযোগ করে রুটিন অনুযায়ী ক্যাম্পাসে এসে ক্লাসে অংশগ্রহণ করার জন্য বলা যাচ্ছে।
এদিকে, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীদের ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে বিধায় ঐ অনুষদের ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জানা যায়।
উল্লেখ, গবিতে অক্টোবর-২২ সেশনের পরীক্ষা শুরু হয় গত ৩১ অক্টোবর থেকে। যার তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১২ নভেম্বর। অনেক বিভাগে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হলেও কিছু কিছু বিভাগে এখনো চলমান রয়েছে। এর মধ্যেই ২৭ নভেম্বর ক্লাস শুরুর বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রজন্মনিউজ২৪/এ আর
দ্বিতীয় দিনে বইমেলায় জমে উঠেছে শিশুপ্রহর
ইউক্রেনকে নতুন ধরনের যে বোমা দিচ্ছে আমেরিকা
অধ্যক্ষ সালাম মাদানী'র বিরুদ্ধে মামলায় জনগণের নিন্দা ও প্রতিবাদ
সত্যিই কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন মেসি?
ব্রাহ্মণবাড়িয়ার ‘নিখোঁজ’ প্রার্থী আসিফের খোঁজ মিলেছে
নোবিপ্রবিতে রেজিস্ট্রারের অব্যাহতিসহ আট দাবিতে আন্দোলন অব্যাহত