মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণেই রয়েছে মানবজাতির মুক্তি

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২২ ১১:২৮:০২

মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণেই রয়েছে মানবজাতির মুক্তি

সিলেট প্রতিনিধিঃ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদ (সা.)। প্রিয়নবী (সা.) এর আগমনে আমাদের শুকরিয়া আদায় করতে হবে, তবে সেটা যেন হয় ভালো কাজের মাধ্যমে। তিনি আমাদের কাছে যে দ্বীন নিয়ে এসেছেন, তা সার্বজনীন ও সর্বকালীন। ভিন্নধর্মে কিংবা ভিন্নমতের যারা আছেন, সেসকল মানুষের কাছেও দ্বীনের দাওয়াত ও প্রিয়নবী (সা.) এর আদর্শ পৌছে দেওয়া আমাদের কর্তব্য।
তিনি আরও বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন বিশ্বশান্তি ও মানবতার মুক্তির দিশারি। আমরা তাঁর দেখানো পথেই শান্তির চর্চা করতে চাই। মুসলমানদের জিম্মায় থাকা কোন বিধর্মীদের যে কষ্ট দিবে নবী (সা.) তার বিরুদ্ধে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি অশান্তি চাননি বলেই আল্লাহর নির্দেশে নির্যাতিত হয়েও সবকিছু ছেড়ে মদিনায় চলে যান। কিন্তু পরবর্তীতে যখন সেখানে গিয়ে আক্রমণ করে তখন তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে তাদের প্রতিহত করেছেন। আমাদেরকে সেই জীবনাদর্শই অনুসরণ করতে হবে। মহানবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানবজাতির মুক্তি ।

২২ অক্টোবর ২০২২, শনিবার, ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মুবারক র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শহরের পৌর জনমিলন কেন্দ্রে সকাল থেকেই 'মুবারক র‌্যালি’তে অংশগ্রহণের জন্য জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাদ যুহর র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম. কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির খান এর সঞ্চালনায় র‌্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সুলতান আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম, জেলা আল ইসলাহ'র উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকী, এখলাছুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আল ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা এম এ আলীম, সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইউনুছ আলী, ইসহাক আহমদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আলাউর রহমান টিপু, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক এম এ জলিল, কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, সদস্য- কাওছার হামিদ সাজু, রাজন আহমদ, শেখ কাদের আল হাসান।

জেলা সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ এর স্বাগত বক্তব্যে সূচিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির আহমদ, তালামীযে ইসলামিয়ার সাবেক অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, মৌলভীবাজার জেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল, অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, সদর আল ইসলাহ সভাপতি কবির আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, জেলা তালামীযের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুল, মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা বেলাল উদ্দিন কামরান।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা তালামীযের সহ-সভাপতি আব্দুল মোহাইমিন ফাহাদ, শাহেদ আহমদ, কামরুল ইসলাম শাহান, সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, আলী রাব্বি রতন, প্রচার সম্পাদক সামায়ুন কবির, সহ-প্রচার সম্পাদক মোস্তাকুর রহমান সাদিক, আফজাল হোসেন সাজু, আজিজুল ইসলাম রিয়াদ, মৌলভীবাজার শহর শাখার সভাপতি আফসার ইবনে রহিম, সদর উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফুর রহমান, সরকারি কলেজ সভাপতি রাশেদ আহমদ, টাউন কামিল মাদরাসা সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম, বড়লেখা উপজেলা সভাপতি রুবেল আহমদ,  কুলাউড়া উপজেলা সভাপতি ইসমাইল হাসান শাকিল, কমলগঞ্জ উপজেলা সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক আলী হোসাইন মিতুল, রাজনগর ডি.এস ফাযিল মাদরাসা সভাপতি জাকারিয়া আহমদ ইমন, কুলাউড়া পৌর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, শ্রীমঙ্গল পৌর সাধারণ সম্পাদক রুমেন চৌধুরী, বড়লেখা পৌর সভাপতি হাবিবুর রহমান, কমলগঞ্জ পৌর সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ, শ্রীপুর জালালিয়া ফাযিল মাদরাসা সভাপতি মুজিবুর রহমান, শ্রীমঙ্গল আলিয়া মাদরাসা সভাপতি ফয়সল আহমদ প্রমুখ।


প্রজন্মনিউজ২৪/এ আর

 

 

 

 

 

এ সম্পর্কিত খবর

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

মুস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ

ছাত্রলীগ নেতার পর একই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

কণ্ঠের সুরক্ষায় ঝাল-তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

আগামীকাল ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিব?

ফরিদপুরে মন্দিরে আগুন, এলাকাবাসীর পিটুনিতে নিহত ২

ঈদের আমেজ কাটেনি বাজারে, ফাঁকা ঢাকাতেও দাপট গরু-খাসির

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ