চরফ্যাশনে মেঘনায় জিও ব্যাগ ফেলতে গিয়ে নিখোঁজ-১

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২২ ১০:৩৯:৪০

চরফ্যাশনে মেঘনায় জিও ব্যাগ ফেলতে গিয়ে নিখোঁজ-১

চরফ্যাশন  প্রতিনিধিঃ চরফ্যাশন প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে মো. শাহিন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসু হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বেতুয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর তীর রক্ষায় গত ৩ মাস পর্যন্ত ২ টি জাহাজে প্রায় ৭০ জন শ্রমিক নিয়ে জিও ব্যাগের কাজটি করেন পাউবো-২ ইমার্জেন্সী কাজ । প্রতিদিনের মতো ১৮ অক্টোবর  জিও ব্যাগ স্থাপনের কাজ করেন  নিখোঁজ শাহীন সহ ২৫ জন শ্রমিক। এ সময়  নদীর বাঁধ রক্ষায় জিও ব্যাগ স্থাপনকালে প্রায় ৪ থেকে ৫ শ বালুভর্তি জিও ব্যাগ সহ কর্মরত ২৫ জন শ্রমিক নদীতে ডুবে যায়। সকল শ্রমিকদের উদ্ধার করা গেলে ও শাহীন নামের শ্রমিক কে উদ্ধার করা যায়নি।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল থেকে বেশ কয়েকজন শ্রমিক বেতুয়া এলাকায় নদীর তীর ধরে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। দুপুরের দিকে নদীর বাঁধ রক্ষায় জিও ব্যাগ স্থাপনকালে নদীতে পড়ে শাহিন নামে এক শ্রমিক নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা কাজ করছেন।

পানি উন্নয়ন বোর্ড (ডিভিশন-২) এর উপ বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান,বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন নদীরভাঙ্গণ রোধে পানি উন্নয়ন বোর্ডের জরুরী  মেরামত কাজে শাহীন নামে ১ জন শ্রমিক নিখোঁজ হয়েছে।  এতে শাহীন কে উদ্ধার কাজে চরফ্যাশন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগীতায় ফায়ার সার্ভিস এর ডুবুরীদল  উদ্ধার অভিযান চলছে। শাহীনের নিখোঁজ সংবাদ পেয়ে উপজেলার হাজার হাজার মানুষ শাহীন কে ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন।


প্রজন্মনিউজ২৪/এ আর
    

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ