দোকানির ভুল কীটনাশকে জ্বলে গেছে কৃষকের ১০০ শতক জমির ধান

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২২ ১২:২৪:৩৩

দোকানির ভুল কীটনাশকে জ্বলে গেছে কৃষকের ১০০ শতক জমির ধান

মেহেদী হাসান মুবিন,পটুয়াখালী:  ইরি ধানের ক্ষেতের আগাছা দমনে ব্যবসায়ীর দেওয়া ভুল কীটনাশক প্রয়োগে ১ একর জমির ধান পুরোটাই জ্বলে নষ্ট হয়ে গেছে। নিজের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা কৃষক বজলু খান। প্রথম দিকে ক্ষতিপূরণের আশ্বাস দিলেও এখন বেঁকে বসেছেন সুবিদখালী বাজারের কীটনাশক বিক্রেতা মতি হাওলাদার। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের কপালভেড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও ক্ষতিগ্রস্ত কৃষক এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর কপালভেরা গ্রামের কৃষক বজলু খান উপজেলা সদরের সুবিদখালী বাজারের কীটনাশক ব্যবসায়ী মতি হাওলাদার কাছে গিয়ে ক্ষেতের আগাছা দমনের জন্য কীটনাশক চান।

বিক্রেতা পিকোয়াট ‘ ২০ এসএলথ নামে একটি কীটনাশক ধরিয়ে দিয়ে কার্যকারিতার ‘গ্যারান্টিথ দেন। কথামতো বজলু পরদিন ওই কীটনাশক ১ একর (১০০ শতক)ইরি ধানের ক্ষেত্রে স্প্রে করেন। পরদিন সকালে পুরো জমির ধানগাছ জ্বলে নষ্ট হতে শুরু করে। দ্রুত সে কীটনাশক বিক্রেতার কাছে গেলে তিনি ক্ষতিপূরণের আশ্বাস দেন এবং ধানগাছের চারা সতেজ করতে আরও কিছু পরামর্শ দেন।

 কিন্তু দিনকয়েক গড়ালে কীটনাশক ব্যবসায়ী মতি ক্ষতিপূরণের কথা অস্বীকার করতে শুরু করেন এবং তাকে হুমকি ধামকি দেন। এ অবস্থায় কৃষক প্রতিকার চেয়ে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে কীটনাশক ব্যবসায়ী মতি হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রজন্মনিউজ২৪/ইজা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ