পলাশবাড়ী কালীমন্দিরে দুর্গা পুঁজা মন্ডব পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২২ ০৫:১৩:৪২

পলাশবাড়ী কালীমন্দিরে দুর্গা পুঁজা মন্ডব পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি

রাহাদ হোসেন সাওন গাইবান্ধা প্রতিনিধিঃ জেলার পলাশবাড়ী পৌর এলাকার কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গা পূঁজা মন্ডব পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। আজ ২ অক্টোবর রবিবার বিকালে পূঁজা মন্ডব পরিদর্শনের এসময়  তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম।

গাইবান্ধা জেলায় পলাশবাড়ীতে আগমনে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম ও বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসন ,জেলা পুলিশ, উপজেলা প্রশাসন,থানা পুলিশ ও পলাশবাড়ী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো.অলিউর রহমান,জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম বিপিএম,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র,সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

শারদীয় দুর্গা পূঁজা মন্ডব পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম জানান, আপনারা দেখছেন আমরা বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী গোবিন্দগঞ্জসহ বিভাগের  অন্যান্য স্থানের দুর্গা পূঁজা মন্ডব গুলো পরির্দশন করছি। পুলিশ প্রশাসন ও স্থানীয় পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সকল স্তরের মানুষের সহযোগীতায় শান্তি পূর্ন পরিবেশে এবারে শারদীয় দূর্গা পূঁজা অনুষ্ঠিত হচ্ছে।


প্রজন্মনিউজ24/খতিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ