দোহারে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩১:৩৯

দোহারে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শেখ নিপ্পন, ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোহার উপজেলা প্রশাসন,উপজেলা প্রাণী সম্পদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিশ্ব জলাতঙ্ক দিবসের এবারের প্রতিপাদ্য হলো, জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়।দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম বলেন, জলাতঙ্ক রোগ এক ধরনের ভাইরাল রোগ। যা মানুষ এবং অন্যান্য মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে থাকে। প্রাথমিক উপসর্গের মধ্যে জ্বর এবং ক্ষতস্থানে ঝিলঝিল করা অন্যতম। 

বিশ্বব্যাপী কুকুর দিয়েই জলাতঙ্ক সবচেয়ে বেশি ছড়ায়। যেসব দেশের কুকুরের এই রোগ আছে সেই সব দেশে ৯৯ শতাংশ জলাতঙ্ক সংক্রমিত হয় কুকুরের কামড়ে। উপসর্গ শুরু হওয়ার পরই কেবল রোগটি নির্ণয় করা যায়।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন , ডা. মো. শামীম হোসেন, দোহার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. মামুন ইয়াকুব, উপজেলা কৃষি কর্মকর্তা প্রমুখ।


প্রজন্মনিউজ২৪/ইজা 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ