গাইবান্ধায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রতীক তালগাছ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১২:১৯:৫১ || পরিবর্তিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১২:১৯:৫১

গাইবান্ধায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রতীক তালগাছ

রাহাদ হোসেন,গাইবান্ধা প্রতিনিধি: নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক নির্বাচনী প্রতিক হিসাবে তালগাছ মার্কা বরাদ্দ পেয়েছেন। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিসে প্রতিদ্বন্দি প্রার্থীদের ন্যায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক এর হাতে প্রতিক তুলে দেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো.অলিউর রহমান। এসময় জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব, জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ, জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও তাদের সমর্থকগণ উপস্থিত ছিলেন। 

প্রতিক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। তিনি আরো বলেন, এ নির্বাচনে জয়ী হয়ে গাইবান্ধা জেলার অবহেলিত জনপদের উন্নয়নে সকলকে নিয়ে কাজ করবো। একজন প্রার্থী হিসাবে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। 

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে৷ এ নির্বাচনে ৮১ টি ইউনিয়ন, ৩ টি পৌরসভা ও ৭ টি উপজেলা পরিষদে মোট ভোটার ১ হাজার ১ শত ১৩ জন ।


প্রজন্মনিউজ২৪/ইজা 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ