প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫২:১৫
আশিকুর, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, শিক্ষার্থী, অসহায়, দুস্থ ব্যক্তি ও সংস্থার মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আক্তারুজ্জামান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা সমাজ কল্যাণ কমিটির আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কলেজ/বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অসহায় ব্যক্তি, সাধারণ অসহায় দুস্থ ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী সংস্থা/সংগঠন এর মাঝে এককালীন ২০২১-২২ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
এবছর মোট ৬১ব্যক্তি ও সংগঠনের মাঝে ৩লাখ ৫৯হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে গরিব অসহায় দুস্থ ২০জনকে ৩হাজার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী ১৬জনকে ৪হাজার, সাধারণ অসহায় দুস্থ ১৬জনের মাঝে ৪হাজার, সেচ্ছাসেবী ৯টি সংস্থাকে ১৯হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। পরে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে উপজেলার ৫৯পূজা মন্ডপের প্রত্যেককে ৫০০কেজি করে অনুদানের চাল প্রদানের অনুমতিপত্র (ডিও) দেন প্রধান অতিথি।
প্রজন্মনিউজ২৪/ইজা
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাবের বিশেষ রোবাস্ট পেট্রোল
লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ইউজিসির গবেষণা অনুদান পেলেন ড. মাহবুবুর রহমান
ক্যাটরিনাকে বিয়ে করার জ্বালা বুঝছেন ভিকি?
সমাবেশ সূচি ঘোষণা আওয়ামী লীগের
ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা
বগুড়ায় র্যাব এর অভিযানে ৪৪৭০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ জন
চাটখিলে মসজিদের দানবাক্সের টাকা আত্মসাৎ, মুয়াজ্জিন গ্রেফতার
প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা জানালেন জাতিসংঘের বাংলাদেশ মিশন প্রধান