৬কোটি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০৩:৪৭:৫৯

৬কোটি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

খুররম আহমদ লামায় প্রতিনিধিঃ লামায় প্রায় সোয়া ৬কোটি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

প্রকল্প সমুহের মধ্যে রয়েছে, ৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে লামা পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ মার্কাস মসজিদ, ৫০  লাখ টাকা ব্যয়ে গজালিয়া আর্মি ক্যম্পের সমাপ্তকৃত সংযোগ রাস্তা। ২০ লাখ টাকা ব্যয়ে ইয়াংছা ফয়জুল উলম নব নির্মিত মাদ্রাসা ভবন, ৩০ লাখ টাকা ব্যয়ে ইয়াংছা রাম মন্দির যাতায়তের জন্য সমাপ্তকৃত আরসিসি রাস্তা ও কক্ষ সম্প্রসারণ। ২৫ লাখ টাকা ব্যয়ে লামা উপজেলায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের নব নির্মিত ক্লাব ঘর, ৫০ লাখ টাকা ব্যয়ে লামা উপজেলা মর্ডান হাইস্কুলের নব নির্মিত ছাত্রাবাস ভবন।

২৪ সেপ্টেম্বর লামা সদর ইউনিয়ন চত্বরে অনুষ্ঠিত হয় এই উদ্বোধন  সভা। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ ও মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে।

এই সরকার জনগনের সাংবিধানিক সকল সুযোগ প্রদানে বদ্ধ পরিকর। বিগত দিনে কত সরকার এলগেল, কেউতো গনমানুষের শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা, বিদ্যুত, ফায়ার ব্রিগেড স্থাপন, কলেজ, ইউনিভার্সিটিসহ কোনো কাজ করেনি।

আমাদের সরকার হেন কোনো কাজ নেই যেটা করেননি। মন্ত্রী বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে একটি রোল মডেল। বিশ্ব নেতারা আজ আমাদের প্রধানমন্ত্রীকে অনুকরণ-অনুস্মরণ করছেন।

তিঁনি আরো বলেন,"পর্বতবাসীর জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে আন্তরিক।"বান্দরবানের প্রতিটি নাগরিক শান্তি, সম্প্রীতি, দারিদ্রমুক্ত থেকে সার্বিক উন্নয়নের সুফল ভোগ করছেন। জনগোষ্ঠীর জীবনানুকুল উন্নয়ন কাজগুলো দ্রুত তরান্বিত হয়েছে, ভবিষ্যতে আরো হবে।

অন্যদিকে রেডক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ দর্বিপাকে মানুষের পাশে থাকার গৌরবময় মানবিক ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন সীমাবদ্ধতার মাঝেও সংগঠনটি অনেক ভালো ভূমিকা রাখছন। রেডক্রিসেন্ট ভলান্টিয়ারদের লাল বাহিনী উপাধি দিয়ে বলেন, "বিনাশ্রমে দুর্যোগ মূহুর্তে তারা ফ্রন্ট লাইনের যোদ্ধা।" বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তাদের ভূমিকা থাকবে বলে মন্তব্য করেন বীর মন্ত্রী।

তিঁনি ছাত্র জীবনের স্বীয় ভূমিকার কথা স্মৃতিচারণ করে বলেন, "আমরা চার আনা, আট আনা চাঁদা কালেক্ট করে বিপন্ন মানুষদের সহায়তা করতাম।"

এ সময় মন্ত্রী লামা উপজেলায় যোগাযোগসহ, বিভিন্ন সেক্টরে আরো শতাধিক উন্নয়ন প্রকল্প কাজের ঘোষনা দেন।  এসব কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এর আগে বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে সোয়া কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের উদ্বোধন করেন তিঁনি।

রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা সভাপতি আবদুর রহিম  চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সনোয়ার, কাজী শফিকুল আযম, মোঃ বেলাল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সোসাইটির সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর আওয়ামীলীগ সভাপতি, অমল কান্তি দাশ বলেন, বর্তমান সরকারের আমলে রেডক্রিসেন্ট দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে ব্যপক ভূমিকা রেখে চলছে।

তিনি বলেন, সোসাইটির কর্মতৎপরতায় প্রান্তিক মানুষের অর্থনৈতিক পরিবর্তনে অনেক সফলতার গল্প রয়েছে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, রেডক্রিসেন্টের অন্যান্য কর্মকর্তাদ্বয়।

এদিন মন্ত্রী লামা বিএটিবির রেষ্ট হাউসে মধ্যাহ্ন ভোজ করেন।


প্রজন্মনিউজ২৪/খতিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ