রাজনগরে জমি নিয়ে সংঘর্ষ নিহত ২

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১১:০৮:২৮

রাজনগরে জমি নিয়ে সংঘর্ষ নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুরে জমি নিয়ে সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে জমি নিয়ে বিবাদে সংঘর্ষে ঘটনাস্থলে ৬জন আহত ও ২ জন নিহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু দাস ও ধীরু দাশের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিবাদ ছিল। রাজু দাস ও ধীরু দাস উপজেলার ফতেহপুর ইউনিয়নের সুনামপুর ও তুলাপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে রাজু দেশের লোকেরা বিরোধপূর্ণ জায়গায় চারা রোপণ করতে আসলে রাজু দাস ও ধীরু দাশের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতির অবনতি হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও উভয়পক্ষের ৬ জন আহত হন। নিহতরা হলেন তুলাপুর গ্রামের নুর মিয়ার ছেলে কাজল মিয়া (২৫) ও হেলাল মিয়া (৪৫)। আহতরা হলেন স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমান(৫০) জুমুর দাস(৪৫) সমীর দাস(৪০) চেনাই দাস(২৮) জুবায়ের মিয়া(২৫) পংকি মিয়া (৬৫)।  

এ ব্যাপারে রাজনগর থানার এসআই সোলেমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি তবে এখনও ঘটনাস্থলে থমথমে পরিবেশ বিরাজ করছে। 

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয়ভূষণ চক্রবর্তী বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিভাদের ফলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ২মৃত্যু হয় এবং আহতদের সিলেট এম এ জি ওসমানী কলেজে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রজন্ম নিউজ২৪/এনএইচ

এ সম্পর্কিত খবর

ঢাকা শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দেশটা এখন আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

ভোট দিতে গিয়ে শুনলেন তিনি মারা গেছেন, নিরাশ হয়েই ফিরলেন বৃদ্ধা

ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

মুস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ

খিলগাঁওয়ে পরিত্যক্ত ঘরে যুবকের ঝুলন্ত মরদেহ, পুলিশের ধারণা হত্যা

ছাত্রলীগ নেতার পর একই নারীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

কণ্ঠের সুরক্ষায় ঝাল-তৈলাক্ত খাবার পরিহারের পরামর্শ

৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা

আগামীকাল ফিটনেস পরীক্ষা, থাকছেন কি সাকিব?

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ