'প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এখন অগণতান্ত্রিক প্রতিষ্ঠান'

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৫:৪৬

'প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এখন অগণতান্ত্রিক প্রতিষ্ঠান'

রাবি প্রতিনিধি: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বঙ্গবন্ধু অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, 'বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নির্বাচন হয় কিন্তু শিক্ষার্থীদের কোনো নির্বাচন হয় না। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এখন অ-গণতান্ত্রিক প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ে তৈরী হবে আলোকিত মানুষ, শুধু কারিগর নয়।'

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে 'বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয় ভাবনা ও বর্তমান বিশ্ববিদ্যালয় প্রেক্ষিত' শীর্ষক এক সেমিনারে মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাবির মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ সেমিনারটির আয়োজন করে।

এসময় অধ্যাপক আনোয়ার আরো বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য দক্ষতা-শর্তাবলীর প্রয়োজন পড়ে কিন্তু উপাচার্য হওয়ার জন্য কোনো দক্ষতার প্রয়োজন পড়ে না। বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই উপাচার্য, উপ-উপাচার্য হওয়া যায়। উপাচার্য এবং উপ-উপাচার্য হবার জন্য যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে।’

রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম খলিলুর রহমান খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাবি উপাচার্য অধ্যাপক ড.গোলাম সাব্বির সাত্তার।

সেমিনারে রাবি উপাচার্য বলেন, 'বঙ্গবন্ধু শিক্ষা নিয়ে অনেক কাজ করে গেছেন। শিক্ষার অগ্রগতির জন্য দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ড. কুদরত-এ-খুদাকে প্রধান করে বঙ্গবন্ধু একটি শিক্ষা কমিশন গঠন করেন। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের আজকের যে অধঃপতন, তার জন্য আমরাই দায়ী। কাজেই শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আমাদের বারবার চিন্তা-ভাবনা করা উচিত।'

তিনি আরো বলেন, 'আইন সবার জন্য সমান। তবে আইনের রক্ষককেও যোগ্যতাসম্পন্ন হতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যসহ সকল নিয়োগের নানা নীতিমালা আছে। যেগুলো সঠিকভাবে মেনে নিয়োগ কার্য করলে শিক্ষা ব্যবস্থার এমন পরিনতি হতো না। এখন আমাদের সময় এসেছে কথা বলার। শুধু আত্মসমালোচনা নয়, আমাদের আত্মশুদ্ধি করতে হবে।'

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডের সঞ্চালনায় এই সেমিনারে আলোচক হিসেবে  আরো ছিলেন নর্থ বেঙ্গল ইন্টান্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


প্রজন্মনিউজ২৪/ইজা 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ