DYDF এর উদ্যোগে সম্পন্ন হলো “Exploring Space with Future Generation” কর্মসূচি।

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২২ ০২:২৪:৩৯

DYDF এর উদ্যোগে সম্পন্ন হলো “Exploring Space with Future Generation” কর্মসূচি।

আব্দুল্লাহ তারেক চট্রগ্রাম: এসডিজি  লক্ষ্য নম্বর ৪ "মানসম্মত শিক্ষা" কে সামনে রেখে DYDF চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত হয়ে গেল  “Exploring Space with Future Generation” কর্মসূচি।

 বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রান্তিক পর্যায়ে অবস্থিত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের  স্কুলের ছাত্র-ছাত্রীদের এসডিজি চার এ উল্লেখিত " মানসম্মত শিক্ষা " প্রদানের লক্ষ্যে, বিশেষ করে গণিত ও বিজ্ঞান চর্চায় ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে মহাকাশ গবেষণার উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রদান করা হয়।

পরবর্তীতে কুইজ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন DYDF চট্টগ্রাম বিভাগের মোহাম্মদ তৌহিদ হোসেন ও মোঃ আহসান আলী। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইডিএফ চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি এস.এম আবিদ উর রহমান,  সাধারণ সম্পাদক মোহাম্মাদ সালাউদ্দিন, স্কুলের প্রধান শিক্ষিকা প্রমুখ। 

এছাড়া স্কুল পরিদর্শন করার পর শিক্ষার মান উন্নয়নের স্বার্থে DYDF এর পক্ষ থেকে বিদ্যালয় কে ল্যাপটপ ও কারিগরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়।


প্রজন্ম নিউজ২৪/এনএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ