সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা: কী বলছে পরিসংখ্যান?

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২২ ১১:২৬:০৩

সুপার ফোরে ভারত বনাম শ্রীলঙ্কা: কী বলছে পরিসংখ্যান?

এশিয়া কাপের সুপার ফোরে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। এই ম্যাচটি ভারতের জন্য বলতে গেলে বাঁচামরার লড়াই। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় দেয়ালে পিঠ ঠেকে গেছে রোহিত শর্মার দলের। আরেকটি হার তাদের এশিয়া কাপ থেকে বিদায় করে দিতে পারে। শ্রীলঙ্কার জিতলে তাদের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কে এগিয়ে? পরিসংখ্যান এগিয়ে রাখছে ভারতকেই। দুই দল এখন পর্যন্ত ২২টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৪টি, শ্রীলঙ্কার জয় ৭ ম্যাচে। তবে সর্বশেষ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।

ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে টি-টোয়েন্টির সাম্প্রতিক পরিসংখ্যানে অবশ্য কিছুটা এগিয়ে ভারত। শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ৫ ম্যাচে জিতেছে ৩টি, অন্যদিকে ভারত ৫ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে।


প্রজন্মনিউজ২৪/জাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ