পরকীয়া প্রেমিককে হত্যা পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩২:৩০

পরকীয়া প্রেমিককে হত্যা পলাতক আসামী গ্রেফতার

সামিদুল ইসলাম, বগুড়া প্রতিনিধি:বগুড়ার শাহজাহান হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী আবু জাফর মো: কামরুজ্জামান ওরফে সোহাগ ফকিরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার সার্কেল এসপি সরাফত ইসলাম ও অফিসার ইনচার্জ(ওসি) সেলিম রেজা'র দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে  সদর থানার এস.আই জাকির আল আহসান এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকার শেরে বাংলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এস.আই জাকির আল আহসান জানান, ২০১৭ সালে বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের অদ্দিরগোলা বাজারে শাজাহানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শাহজাহান ছিল আসামী আবু জাফরের স্ত্রী ফারজানা আকতার ফুলুর সন্দিগ্ধ পরকীয়া প্রেমিক। এ হত্যার পর আবু জাফর এবং তার স্ত্রী ফারজানা আকতার ফুলুকেও আসামী করা হয়। পরে চলতি বছর ২০২২ সালের ২৫ আগষ্ট আদালতে এ মামলার রায় দেয়া হয়।

তবে রায় ঘোষনার দিন আবু জাফর উপস্থিত না থাকলেও আরেক আসামী তার স্ত্রী ফুলু উপস্থিত ছিলেন। এ দিন বিচারক আবু জাফর মো: কামরুজ্জামান ওরফে সোহাগ ফকিরকে যাবজ্জীবন এবং তার স্ত্রী ফুলুকে ৭ বছরের কারাদন্ড প্রদান করেন। সেইসাথে আবু জাফরকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি করেন। সেই ওয়ারেন্ট হাতে পেয়ে ঢাকায় অভিযান চালিয়ে আবু জাফরকে গ্রেফতার করে। তার বাড়িও সাবগ্রামের অদ্দিরকোলা গ্রামে।


প্রজন্মনিউজ২৪/ইজা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ