বগুড়ায় বিপুল পরিমাণে চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধংস

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২২ ১০:৪৭:৫৮

বগুড়ায় বিপুল পরিমাণে চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধংস

জোবায়ের আহমেদ,বগুড়া প্রতিনিধি: বগুড়া শেরপুর উপজেলায় মৎস অধিদপ্তরের বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৫ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

৩১ আগস্ট বেলা আনুমানিক ১১ টায় উপজেলার সুঘাট ও খানপুর ইউনিয়নের বাঙ্গালী নদীতে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাসুদ রানা সরকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ১০২ টি চায়না দুয়ারী জাল ও ৫০০ টি কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জালের মালিক পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি।

শেরপুর থানার এএসআই মোঃ আব্দুল আজিজের সার্বিক সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস অফিসার মোঃ মাসুদ রানা সরকারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাসুদ রানা সরকার বলেন, মৎস্য সম্পদ রক্ষার্থে এই সকল অভিযান অব্যাহত থাকবে।


প্রজন্মনিউজ২৪/ইজা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ