প্রকাশিত: ২৩ অগাস্ট, ২০২২ ১২:০৬:১৫ || পরিবর্তিত: ২৩ অগাস্ট, ২০২২ ১২:০৬:১৫
মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটার বিরুদ্ধে চাকরিচ্যুতের অভিযোগে ২২৭ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ আগস্ট) এ মামলা দায়ের করেন তিনি।
এর আগে গত ৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহতাব উদ্দিন আহমেদ রবি আজিয়াটার সিইও ও এমডি হিসেবে সফলতার সঙ্গে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। আগামী ৩১ অক্টোবর রবির সিইও হিসেবে মাহতাব উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে। তিনি আর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তার দায়িত্বে না থাকার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রিয়াজ রশিদ প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০১৬ সালে রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নেন মাহতাব উদ্দিন আহমেদ। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি বহুজাতিক মোবাইল ফোন অপারেটরের সিইও ছিলেন। রবিতে যোগ দেওয়ার আগে তিনি ১৭ বছর ইউনিলিভারের বিভিন্ন পদে কাজ করেন।
প্রজন্মনিউজ২৪/এমআরএ
গ্রহাণু থেকে সবচেয়ে বড় নমুনা নিয়ে ফিরল নাসার ক্যাপসুল
হাইকোর্টের নির্দেশ: অ্যাটক থেকে আদিয়ালায় যাচ্ছেন ইমরান
জবির বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ
জবিতে বিবাহিত ও গর্ভবতী ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ
আবারোও হাজার কোটির ক্লাবে শাহরুখের জওয়ান
পুরুষেরা যেসব শারীরিক লক্ষণ কখনোই অবহেলা উচিৎ নয়
বীরকন্যা প্রীতিলতার আত্মাহুতি দিবসে ঢাবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আমির খান ,দান করলেন ৩৩ লাখ টাকা