ফরিয়াদ

প্রকাশিত: ২০ অগাস্ট, ২০২২ ১২:২৪:৫৪ || পরিবর্তিত: ২০ অগাস্ট, ২০২২ ১২:২৪:৫৪

ফরিয়াদ
ফরিয়াদ
এস এম ফকরুল রিয়াজ
 
জেনে না জেনে প্রভু করেছি যত পাপ
তোমার দুয়ারে ক্ষমা চাই তুলে দুই হাত
রহিম ও রহমান নামের বরকতে
পাপকে পূন্য বানাও করে দিয়ে মাফ।
 
দুনিয়ায় আছে যতো মত ও পথ
সব থেকে ফিরায়ে 
সরল-সঠিক পথে পরিচালিত করো
করে রহমত দিয়োগো বরকত।
 
এমন অবস্থা যেনো নাহি দেও জীবনে
কর্জ কিংবা সাহায্য পেতে
তুমি বিনা কারো কাছে 
পাততে হয় সাহায্যের হাত।
 
চাইনা প্রভু এমন সামর্থ্য 
তোমার দেয়া প্রয়োজন মিটাতে 
যাহা সব হয়ে যাবে ব্যর্থ
প্রয়োজনগুলো এমন দিও
তোমার দেয়া সামর্থ্যের মধ্যেই 
যাহা রবে সীমাবদ্ধ।
 
মনে মোর হিম্মত দিও,
দেহে দিও বল
কুলাঙ্গারেরা যতই হউক সবল 
অন্যায়ের প্রতিবাদে যেনো
সর্বদা থাকতে পারি অটল।
 
বিপদে ধৈর্য্য দিয়ে
বাড়াইয়ো তোমার সহযোগিতার হাত
তোমার হুকুম মেনে যেনো চলতে পারি
নেক আশাগুলো পূরন করে
ভুল আশা সব করিও নস্যাৎ।
 
হেদায়েত দিয়ে আমরণ
জ্বীন ও মানুষ শয়তানের
কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে
আমাদের করিও হেফাজত।
 
মুমিন মুসলমান করে মৃত্যু দিও
শেষ জবানে দিও মধুর কালিমা খানি
সওয়াল- যওয়াব সহজ করিও
তাওফিক দিও পেতে নাজাত।
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ