প্রকাশিত: ১৭ অগাস্ট, ২০২২ ১০:০৭:৩৩ || পরিবর্তিত: ১৭ অগাস্ট, ২০২২ ১০:০৭:৩৩
সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন B.C.F এর আয়োজনে গতকাল বেলা ১১টায় শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ বৃক্ষ বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম রেজা ও সামিউল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খন্দকার ওয়াদুদ হোসেন। সঞ্চালয় করেন B.C.F এর চেয়ারম্যান আরিফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বি সি এফ এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গাছ হচ্ছে মানুষের অকৃত্রিম বন্ধু। গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, আমাদের জীবনের একান্ত অনুসঙ্গ হচ্ছে এই গাছ। বৃক্ষরোপণ ও পরিচর্যা করা এটি একটি সদকায় জারিয়া। মাদক ইভটিজিং বাল্যবিবাহ কে নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন অনলাইন আসক্ত গেমস থেকে দূরে থাকতে হবে এবং অনলাইন ও ইন্টারনেটের সঠিক ব্যবহার করতে হবে। যার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাছাড়া মাঠে খেলাধুলা করার জন্য ও শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন।
প্রজন্মনিউজ২৪/ফিরোজ
নিউ ইয়র্কে বাংলাদেশ ব্রান্ডিং বিষয়ক সম্মেলন
ডলার বুকিং নিয়ে ‘ভয়’ নয় : বাংলাদেশ ব্যাংক
কোন বয়সে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি খাওয়া জরুরি
শাজাহানপুরে দক্ষিন পারতেখুর বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, নেই পড়ালেখার পরিবেশ
চবিতে চবিসাস ও সিইউজিএনের ২৪ ঘন্টার আল্টিমেটাম
কানাডার নোভাস্কসিয়ায় এশিয়ান কাপের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন
পর্তুগালে আবাসন সংকট, বিপাকে প্রবাসীরা