প্রকাশিত: ১৬ অগাস্ট, ২০২২ ০৪:০৩:১৪ || পরিবর্তিত: ১৬ অগাস্ট, ২০২২ ০৪:০৩:১৪
বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেলের ক্রেতা চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে যাওয়ার খবরে নতুন করে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা সষ্টি হয়েছে। এতে টানা দুই দিন বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) এ প্রতিবেদন লেখার সময় ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৩ দশমিক ৮৯ ডলারের নেমে আসে। এ ছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৮৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৫৭ ডলারের পৌঁছেছে।
এর আগে সোমবার (১৫ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৪৯ ডলার বা ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৬ ডলারে নেমে আসে। এ ছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৩ দশমিক ৩২ ডলার বা ৩ দশমিক ৬১ শতাংশ কমে ৮৮ দশমিক ৭৭ ডলারে নেমে যায়।
বেইজিংয়ের শূন্য কোভিড নীতি এবং সম্পত্তির সংকটের কারণে কারখানা ও খুচরা বাণিজ্যিক কার্যক্রম আটকে যায়। এতে গেল জুলাই মাসে দেশটির অর্থনীতি অপ্রত্যাশিতভাবে মন্থর হয়ে যায়। ফলে চাহিদার পুনরুজ্জীবিত করার লক্ষ্যে চীনের কেন্দ্রীয় ব্যাংক ঋণের হার কমিয়েছে।
আইজি গ্রুপের মার্কেট স্ট্র্যাটেজিস্ট ইয়েপ জুন রং জানান, চীনের জুলাইয়ের অর্থনৈতিক তথ্য আগের প্রত্যাশিত প্রবৃদ্ধির তুলনায় কম ছিল। যা নতুন উদ্বেগের জানান দিচ্ছে।
চীনের ২০২২ সালের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস আগের ৪ দশমিক ৪ শতাংশ থেকে ৪ শতাংশে নামিয়ে এনেছে আইএনজি ব্যাংক। এটি আরও ডাউনগ্রেডেরও আশঙ্কা করছে। কেননা, দেশটিতে চলমান উচ্চ মূল্যস্ফীতি, কোভিড-১৯ বিধিনিষেধ এবং বেকারত্ব বাড়ার কারণে রফতানি খাত ভুগছে।
এদিকে বিনিয়োগকারীরা ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনাও করছে। বিশ্লেষকরা বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউরোপীয় ইউনিয়নের এ প্রস্তাবটি মেনে নেয়, তাহলে আরও তেল বাজারে প্রবেশ করতে পারে। কেননা, একে করে ইরানের তেল রফতানির ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
প্রজন্মনিউজ২৪/এমআরএ
শুটিংয়ে মারা গেলেন মালয়েশিয়ার অভিনেত্রী কুইনজি চেং
দুবাইয়ে বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট চরমে, ভোগান্তিতে শিক্ষার্থীরা
সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৮১২৫ টাকা
নির্বাচনের আগে দেশ গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে: দেবপ্রিয়
নেপালের দুর্গম পর্বত আমা দামলামে বাংলাদেশের পতাকা ওড়ালেন নিশাত ও রূপক