শোক দিবসে ভারতের সঙ্গে রেল ও সড়ক পথে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ১৫ অগাস্ট, ২০২২ ০৩:৫৭:৫২

শোক দিবসে ভারতের সঙ্গে রেল ও সড়ক পথে আমদানি-রফতানি বন্ধ

বাংলাদেশে জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে সোমবার (১৫ আগস্ট) ভারতের সঙ্গে রেল ও সড়ক পথে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনভর দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বন্দরের উপ পরিচালক আব্দুল জালিল।

তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত সচল থাকবে। বন্দরের উপ পরিচালক জানান, মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হবে।

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে শত শত ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব পণ্যের মধ্যে শিল্পকলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল ও খাদ্যদ্রবসহ বিভিন্ন পণ্য রয়েছে।


প্রজন্মনিউজ২৪/এমআরএ


 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ