প্রকাশিত: ১৫ অগাস্ট, ২০২২ ১০:১৯:২৯ || পরিবর্তিত: ১৫ অগাস্ট, ২০২২ ১০:১৯:২৯
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের পর ফের পাঁচ সদস্যের প্রতিনিধি দল পৌঁছে গেল তাইওয়ানে। আজ রোববার সিনেটর এড মার্কির নেতৃত্বে প্রতিনিধি দলটি সেখানে পৌঁছানো কথা রয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করবেন তারা। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ একটি ব্যাঙ্কোয়েটেরও আয়োজন করেছেন। সেখানেও যাবেন এই প্রতিনিধিরা।
পেলোসির সফরের ঠিক ১২ দিন পর আরো মার্কিন প্রতিনিধি তাইওয়ানে গেলেন। অ্যামেরিকার বক্তব্য এই সফর প্রমাণ করে যে কোনো পরিস্থিতেই তারা তাইওয়ানের পাশে আছে। যদিও এই সফরও ব্যক্তিগত উদ্যোগে। সরকারি সফর নয় বলছে মার্কিন যুক্তরাষ্ট্র।
পাঁচ মার্কিন প্রতিনিধির মধ্যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলের রাজনীতিকই আছেন।
পেলোসির সফরের পর চীন কার্যত তাইওয়ান ঘিরে ফেলে যুদ্ধ মহড়া করেছিল। তাইয়ানের ১২ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছিল চীনের যুদ্ধজাহাজ। শুধু তাই নয়, চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে গেছিল। রোববার মার্কিন প্রতিনিধিরা তাইওয়ানে যাওয়ার পর ফের চীন যুদ্ধের মহড়া করেছে। সূত্র: এএফপি, রয়র্টাস, এপি, ডয়চে ভেলে
প্রজন্মনিউজ২৪/এসএমএ
জবিতে র্যাগিং ও যৌন হেনস্থার অভিযোগে ৩ শিক্ষার্থী বহিষ্কার
কোন বয়সে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি খাওয়া জরুরি
ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রিয়াদ
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লভ্যাংশ ঘোষণা
৩০ বছর পর ফিলিস্তিনে গেল সৌদি প্রতিনিধি দল
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম সংকট, দুর্ভোগে শিক্ষার্থীরা
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান