প্রকাশিত: ১৫ অগাস্ট, ২০২২ ০৯:৪৫:৫৯
আন্তর্জাতিক ডেস্কঃ ঔপন্যাসিক সালমান রুশদির উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে টুইটারে একটি পোস্ট দেন হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিং। ওই পোস্টের নিচে একজন মন্তব্য করেন, ‘দুঃচিন্তা করবেন না, এরপর আপনার পালা’। সেই হুমকির পোস্টের স্ক্রিনশট রাউলিং শেয়ার করেন। টুইটার কর্তৃপক্ষের কাছে সাহায্যের আবেদনও জানান তিনি।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে স্কটল্যান্ড পুলিশ। রোববার (১৪ আগস্ট) পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘অনলাইনে হুমকি দেয়ার একটি অভিযোগ আমরা পেয়েছি এবং কর্মকর্তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।’
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সালমান রুশদির উপর ছুরিহাতে হামলার ঘটনা জানার পর নিজের টুইটার একাউন্টে রাউলিং লেখেন, এ খবর শোনার পর তিনি ‘খুবই অসুস্থ’ বোধ করছেন। তিনি (রুশদি) ‘সুস্থ হয়ে উঠবেন’ বলেও আশা প্রকাশ করেন।
তার টুইটের নিচে একজন লেখেন, ‘‘দুঃশ্চিন্তা করবেন না এরপর আপনার পালা।”
হুমকি দেওয়া ওই টুইটের স্ক্রিনশট শেয়ার করে রাউলিং বলেন, ‘‘যারা (আমাকে) সমর্থন করে বার্তা পাঠাচ্ছেন তাদের ধন্যবাদ। পুলিশ বিষয়টি দেখছে।”
গত শুক্রবার সকালে নিউ ইয়র্কের শাটাকোয়া ইনস্টিটিউটে ছুরিকাঘাতে গুরুতর আহত হন ৭৫ বছর বয়সী রুশদি। তাৎক্ষণিকভাবে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টার অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রেখেছিলেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন।
তবে তিনি এখন খানিকটা সুস্থ হয়ে উঠেছেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার এজেন্ট অ্যান্ড্রু উইলি। বলেছেন, এই ব্রিটিশ লেখকের ভেন্টিলেটর খুলে নেওয়া হয়েছে এবং তিনি কথা বলতে পারছেন।
অনেক মুসলমানের কাছে আপত্তিকর ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাসের জন্য বছরের পর বছর হুমকি মাথায় নিয়ে আত্মগোপনে ছিলেন রুশদি। তবে সম্প্রতি তাকে আবারও প্রকাশ্যে দেখা যাচ্ছিল।
শুক্রবার তার উপর হামলার অভিযোগে হাদি মাতারা নামে ২৪ বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার মাতারাকে আদালতে তোলা হয় এবং তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। তিনি আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন।
এর আগে ট্রান্স অ্যাক্টিভিস্টরা রাউলিংয়ের সমালোচনা করে তাকে ‘ট্রান্সফোবিয়ার’ বলেছিল।
প্রজন্মনিউজ২৪/এসএমএ
জবিতে র্যাগিং ও যৌন হেনস্থার অভিযোগে ৩ শিক্ষার্থী বহিষ্কার
নিউ ইয়র্কে বাংলাদেশ ব্রান্ডিং বিষয়ক সম্মেলন
আয়কর রিটার্ন : মোবাইল রিচার্জের হিসাব রাখছেন কি?
ডলার বুকিং নিয়ে ‘ভয়’ নয় : বাংলাদেশ ব্যাংক
কোন বয়সে ঠিক কী পরিমাণ ভিটামিন ডি খাওয়া জরুরি
শাজাহানপুরে দক্ষিন পারতেখুর বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, নেই পড়ালেখার পরিবেশ
সংস্কৃতি বিনিময়ে চীনে পিপল টু পিপল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত