৩২ কেজি স্বর্ণ নিয়ে পালিয়ে গেল ডাকাত দল

প্রকাশিত: ১৪ অগাস্ট, ২০২২ ১২:২৯:৫৩

৩২ কেজি স্বর্ণ নিয়ে পালিয়ে গেল ডাকাত দল

ভারতের চেন্নাইয়ের একটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। তিন ব্যক্তি মুখ ঢেকে ব্যাংকের মধ্যে প্রবেশ করে সবাইকে জিম্মি করে টয়লেটের মধ্যে আটকে রাখে। এরপরই ব্যাংকের ভল্টে থাকা ৩২ কেজি স্বর্ণ নিয়ে তারা পালিয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক কয়েক কোটি টাকা। 

চেন্নাইয়ের আরামবাকাম এলাকার ফিডব্যাংক গোল্ড লোন ব্যাংকে এ ঘটনা ঘটে। পুলিশ কমিশনার শংকর জিয়ল জানান, ওই ডাকাত দল ব্যাংকে প্রবেশ করেই ব্যাংকারদের একটি রুমে আটকে রাখে। যেখানে টয়লেট ছিল। এরপর ৩২ কেজি স্বর্ণ ব্যাগের মধ্যে ভরে তারা পালিয়ে যায়। খবর এনডিটিভি

পুলিশ আরও ধারনা করছে, এ ঘটনায় ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে। 

এদিকে ব্যাংকে ডাকাতির ঘটনার একটি ভিডিও এনডিটিভির হাতে এসেছে। কিন্তু এটি সত্য নাকি মিথ্যা তা যাচাই করতে পারেনি এনডিটিভি। ওই ব্যাংকের নিরাপত্তাকর্মী বলেন, ডাকাতরা ব্যাংকে প্রবেশ করার সময় আমাকে একটি কোমল পানীয় দেয়, সেটি খাওয়ার পরই অজ্ঞান হয় যাই। 

সবার অবস্থা এখন স্বাভাবিক। ব্যাংকে একজন কর্মী থাকায় নিরাপত্তাকর্মী কিছু সন্দেহ করেনি বলে জানায় পুলিশ। এদিকে ডাকাতির ঘটনার পর ব্যাংকের শাখা বন্ধ রাখা হয়েছে। 

পুলিশ ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। 

প্রজন্মনিউজ২৪/খতিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ