নোয়াখালীতে নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ এর নতুন অফিস উদ্বোধন

প্রকাশিত: ১৪ অগাস্ট, ২০২২ ১১:১৯:২৫

নোয়াখালীতে নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ এর নতুন অফিস উদ্বোধন

নোয়াখালীর সুবর্ণচরের অন্যতম সামাজিক সংগঠন ‘নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ’ এর কার্যক্রমকর আরো বেগবান করা এবং পাঠাগার স্থাপনের লক্ষ্যেনতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার হারিছ চৌধুরী বাজারের জামে মসজিদ সংলগ্ন, দি মাহি প্লাজার ২য় তলায় এ নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয় ।

নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ এর সভাপতি মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ও সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম ওমর এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেন বাহার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারিছ চৌধুরী বাজারের সেক্রেটারি জনাব মহিউদ্দিন মাস্টার, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জাহাঙ্গীর, নূর হোসেন পন্ডিত, মোঃ রাসেল (মেম্বার) সহ আরো অনেকেই।
এছাড়াও উপস্থিত ছিলেন হারিছ চৌধুরী বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ এর সদস্যবৃন্দ।

সংগঠনটি ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব পালন, নিরক্ষরতা দুর করতে গ্রামে গ্রামে বয়স্ক ও সকল বয়সীদের স্বাক্ষর জ্ঞান দানের মাধ্যমে নিরক্ষরমুক্ত পাঠশালা পরিচালনা, ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের পোশাক ও শিক্ষাউপকরণ, বাস্তুহারাদের পূনর্বাসন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভাইস-চেয়ারম্যান  সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় সুবর্ণচর উপজেলা ভাইচ-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার আরো বলেন, সমাজের প্রতিটি মানুষের দায়বদ্ধরা রয়েছে, আমরা সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, এনজিওসহ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের সহযোগিতার মাধ্যমে দারিদ্রতা দুর করছি, দেশের প্রতিটি মানুষকে উন্নত জীবন উপহার দিতে সরকার কাজ করে যাচ্ছে। 

সংগঠনের সভাপতি এনামুল হক বলেন, "সবাই মিলে করবো কাজ, গড়বো মোরা আলোকিত সমাজ" এই স্লোগানকে বুকে ধারণ করে কলুষিত সমাজ থেকে অন্যায়, অবিচার নির্মুল করে শিক্ষার আলো সকলের মাঝে পৌঁছে দিয়ে আলোকিত সমাজ গড়ে তোলার র্দীপ্ত প্রত্যয় নিয়ে নবপ্রত্যয় জাগ্রত বাংলাদেশ এর দীর্ঘ পথ চলা শুরু হয়।


প্রজন্মনিউজ২৪/এমআরএ

এ সম্পর্কিত খবর

ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী শাখায় চৌকসদের নিয়ে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত

সিলেটে সর্বজনীন পেনশন স্কীমের উদ্বোধন

সিলেট নগরীর আইনশৃঙ্খলা মনিটরিং সিসি ক্যামেরার মাধ্যমে, উদ্বোধনকালে সিসিক মেয়র

বেরোবিতে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের কর্মশালা ও ইফতার

বগুড়ায় রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধুনট থিয়েটারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রকল্প পরিচালক সাময়িক বরখাস্ত

গুচ্ছ গ্রামের এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

পেট থেকে জীবন্ত মাছ বের করার অভিজ্ঞতা বর্ণনা করলেন সেই ডাক্তার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ