ডিএসসিসির ময়লাবাহী ট্রাক চুরির অভিযোগ

প্রকাশিত: ১৪ অগাস্ট, ২০২২ ০৯:৩৫:৩৮

ডিএসসিসির ময়লাবাহী ট্রাক চুরির অভিযোগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী একটি ট্রাক চুরি হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মাতুয়াইলের ময়লার ভাগাড় থেকে শুক্রবার (১২ আগস্ট) রাতে চুরির এ ঘটনা ঘটে বলে দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।

জানা গেছে, ডাম্প ট্রাকটি ১৫ টন বর্জ্য পরিবহন করতে পারে। এটি দশ চাকার। হলুদ রঙের এ গাড়িটির নম্বর পরী ১০১। মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের প্রতিদিনের বর্জ্যই মাতুয়াইলের ভাগাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বক্ষণ নিরাপত্তাকর্মী থাকেন। সিসি ক্যামেরার আওতায় থাকে পুরো এলাকাটি। এর মধ্যেও বড় এ ময়লাবাহী ট্রাক কীভাবে চুরি হয়ে গেল তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। 

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ ঘটনায় মামলা করার নির্দেশ দিয়েছেন। করপোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তা। ঘটনার বিষয়ে তথ্য জানতে গিয়ে দক্ষিণ সিটি করপোরেশনের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুক্রবার সকালে চালক ওই ট্রাকে বর্জ্য নিয়ে মাতুয়াইল ভাগাড়ে আসেন। এরপর বর্জ্য নামিয়ে চলে যান। তখন গাড়িটি সেখানেই ছিল। পরে চালক যখন রাতে ফের আসেন তখন দেখেন সেখানে গাড়িটি নেই। 

তিনি আরও জানান, এরপর সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, কিছুক্ষণ আগে কেউ একজন গাড়িটি নিয়ে বেরিয়ে যাচ্ছেন ময়লার ভাগাড় থেকে। তবে তার চেহারা দেখা যায়নি ক্যামেরায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।


প্রজন্মনিউজ২৪/জাহিদ
 

এ সম্পর্কিত খবর

ডাকঘরে পোস্ট মাস্টারের আইসক্রিম ডিলারের ব্যবসা

শরীয়তপুরের জাজিরায় হাতবোমার বিস্ফোরণে আহত:৪

পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন'২৪

সিংড়ায় মসজিদের অর্থ আত্মসাৎ ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা

আদালত অবমাননা : বিএনপিপন্থি সাত আইনজীবীর বিষয়ে আদেশ পেছাল

রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ কেএনএফ সদস্য কারাগারে

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছে তা সর্বজনবিদিত

গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নাটোরে ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু

ভোলার তজুমদ্দিনে চর দখল নিয়ে বিরোধ" দফায় দফায় সংঘর্ষ"খুনের শঙ্কা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ