আবারও ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভো‌গে যাত্রীরা

প্রকাশিত: ১১ অগাস্ট, ২০২২ ১১:৫৬:২১ || পরিবর্তিত: ১১ অগাস্ট, ২০২২ ১১:৫৬:২১

আবারও ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভো‌গে যাত্রীরা

টাঙ্গাইলে আবারও ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় রাতভর যাত্রীদের দু‌র্ভোগ পোহা‌তে হ‌য়েছে। ৬ ঘণ্টা পর পুনরায় স্টেশন ছেড়ে গেছে ট্রেনটি।

বুধবার (১০ আগস্ট) ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা লালম‌নি এক্স‌প্রেস ট্রেন‌টি রাত ১২টার দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে পৌঁছলে ইঞ্জিন বিকল হ‌য়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

কেউ কেউ বিকল্প পথে বাস-ট্রাকে চলে গেলেও বেশিরভাগ যাত্রী রাতভর স্টেশনে অপেক্ষা করেন। সারা রাত ইঞ্জিন মেরামত করতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। ভোর ৬টায় ট্রেনের ইঞ্জিন মেরামত হলে পুনরায় স্টেশন থেকে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যায়।

লালম‌নি এক্স‌প্রেস ট্রেনের যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আশা ট্রেন‌টি টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুপূর্ব পা‌ড়ে যাত্রাবির‌তি দেয়। ত‌বে নিয়‌মিত যাত্রাবির‌তি শে‌ষে যাওয়ার কথা থাক‌লেও ট্রেন‌টি ছাড়া যায়নি। প্রথ‌মে সবাই ভে‌বে‌ছে হয়তো কোনো ট্রেন ক্রসিং কর‌বে তাই সময় লাগ‌ছে। কিন্তু প‌রে জানা গেল ট্রেন‌টির ইঞ্জিন বিকল। স্টেশন থে‌কেও কোনো তথ‌্য দি‌তে পারেনি কখন ট্রেন‌টি ছাড়া হ‌বে। ত‌বে প্রথ‌মে জানা‌নো হয় ঢাকা থে‌কে অন‌্য ট্রেনের ইঞ্জিন আনা হ‌বে।‌ কিন্তু ইঞ্জিন না এনে তা মেরামত কাজ শুরু ক‌রে রেল কর্তৃপক্ষ। এতে সারা রাত প‌রিবারসহ চরম ক‌ষ্ট আর আতঙ্কে রাত কে‌টে‌ছে তাদের।

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌ন মাস্টার (বুকিং) রেজাউল ক‌রিম জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা লালম‌নিরহাটগামী লালম‌নি এক্স‌প্রেস ট্রেন‌টি রেল‌স্টেশ‌নে যাত্রাবির‌তি শে‌ষে পুনরায় ছে‌ড়ে যাওয়ার সময় ইঞ্জিন চালু হ‌চ্ছিল না। প‌রে ইঞ্জিন মেরামত শে‌ষে বৃহস্প‌তিবার (১১ আগস্ট) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে ট্রেন‌টি ছাড়ে।

এর আগে মঙ্গলবার (০৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরের ধেরুয়া এলাকায় এসে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৫টার দিকে রিলিফ ট্রেনের মাধ্যমে বনলতা এক্সপ্রেসটি মির্জাপুর স্টেশনে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


প্রজন্মনিউজ২৪/এমআরএ
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ