সূচক ওঠানামায় চলছে পুঁজিবাজারের লেনদেন

প্রকাশিত: ১১ অগাস্ট, ২০২২ ১১:৩৬:৪১

সূচক ওঠানামায় চলছে পুঁজিবাজারের লেনদেন

প্তাহের শেষ কর্মদিবসে সূচক ওঠানামার মধ্যদিয়ে চলছে দেশের পুঁজিবাজারের লেনদেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৩৯ পয়েন্ট। সূচক কমলেও বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেনে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের মধ্যদিয়ে লেনদেন শুরু হয়। তাতে প্রথম ১৫ মিনিটে সূচক কমে ১৯ পয়েন্ট। তবে তারপর ১০ মিনিট লেনদেন হয় সূচক বৃদ্ধির মধ্যদিয়ে। কিন্তু সকাল ১০ টা ২৫ মিনিটের পর শেয়ারের দাম আবারও কমতে শুরু করে।

তাতে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অর্থাৎ লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে ৩৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১০৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ১২৬টির দাম।

লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৬ হাজার ১৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ৩ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমেছে। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার।

একই অবস্থায় লেনদেন হচ্ছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম আধা ঘণ্টায় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমে ১৮ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১ কোটি ১৫ লাখ ৮৭ হাজার ১০৯ হাজার টাকা।

সিএসইতে ৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৩টির, অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।


প্রজন্মনিউজ২৪/জাহিদ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ