স্কুলছাত্রী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১০ অগাস্ট, ২০২২ ০৪:৫৪:০৬

স্কুলছাত্রী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলছাত্রী হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

বুধবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য জানান।

মামলা সূত্রে জানা যায়, জেলার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের শ্রী পবিত্র সরকারের কন্যা পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করত। স্কুলে যাওয়ার সময় প্রতিবেশী বখাটে যুবক সঞ্চয় চন্দ্র সরকার প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। পূজা সরকারকে বিরক্ত করত।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০২১ সালের ৩ মে সঞ্জয় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধারালো ছুরি নিয়ে বাড়িতে প্রবেশ করে পূজার শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করে। এ সময় পূজা সরকারের চিৎকারে তার বাবা ও প্রতিবেশীরা এগিয়ে এলে পূজা সরকারের মৃত্যু নিশ্চিত করে ছুরি হাতে দৌড়ে পালায় সঞ্জয় সরকার।

পরে পূজা সরকারের বাবা শ্রী পবিত্র সরকার বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ শ্রী সঞ্জয় চন্দ্র সরকারকে গ্রেফতার করে। এরপর সঞ্জয় চন্দ্র সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সাক্ষ্যগ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন আদালত।


প্রজন্মনিউজ২৪/এমআরএ
 

এ সম্পর্কিত খবর

গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে তরুণ নিহতের ঘটনার বিচার চেয়েছে নতুনধারা

খালেদা জিয়ার স্বাস্থ্য আবারও খারাপ, পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা

গার্ডিয়ান পাবলিকেশন্সের প্রকাশক গ্রেপ্তার

তারাবির পড়ে ঘরে ফিরে দেখলেন স্ত্রীর গলাকাটা মরদেহ

মহান স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলে বলেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম: এনামুল হক শামীম

খুলনায় বিএনপির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রধানমন্ত্রী মোদির বাড়ি ঘেরাও কে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি

খুবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ