সোনাতলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত: ১০ অগাস্ট, ২০২২ ১০:৫৭:১৩

সোনাতলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক:বগুড়ার সোনাতলায় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে তাকে ধর্ষণ করা হয় বলে জানা গেছে। এছাড়া বিষয়টি জানজানি হলে তিনি ওই গৃহবধূকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সুজন কুমার ঘোষ। তিনি উপজেলার নামাজখালি এলাকার শ্রী সুভাষ চন্দ্র ঘোষের ছেলে এবং সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ধর্ষণের শিকার ওই নারীর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভুক্তভোগী ওই নারী বলেন, আমার স্বামী বাড়িতে না থাকায় সে আমার বাড়িতে গভীর রাতে এসে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। বিষয়টি আমি আমার স্বামীকে জানাতে চাইলে সে আমাকে সরাসরি এবং মোবাইলফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া আমার সন্তান ঘুম থেকে জেগে গেলে সে বিষয়টি কাউকে জানালে তাকেও হত্যা করবে বলে আমাকে হুমকি দেয় 

ভুক্তভোগী ওই নারী আরো বলেন, সে আমাকে আরো বলে, আমি ছাত্রলীগ সেক্রেটারি, তুই আমাকে কিছু করতে পারবি না। স্বামী বাড়িতে না থাকায় মাঝেমধ্যেই ধর্ষিত হয়েছেন বলেও স্বীকার করেন ওই নারী।

এ ব্যাপারে অভিযুক্ত সুজনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, বিষয়টি যাচাই বাছাই করার চেষ্টা চলছে।


 প্রজন্মনিউজ২৪/ইজা
 

এ সম্পর্কিত খবর

জবিতে র‍্যাগিং ও যৌন হেনস্থার অভিযোগে ৩ শিক্ষার্থী বহিষ্কার

শাজাহানপুরে দক্ষিন পারতেখুর বিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, নেই পড়ালেখার পরিবেশ

চবিতে চবিসাস ও সিইউজিএনের ২৪ ঘন্টার আল্টিমেটাম

বেরোবির বঙ্গবন্ধু হলে রিডিং রুমের উদ্ভোধন

পেছাল খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন শুনানি 

অর্থপাচারের অভিযোগ থাকা ১০ কোম্পানির পক্ষে বিজিএমইএর সাফাই

টাকার বিনিময়ে বানানো হয় মনগড়া রিপোর্ট, হাসপাতাল সিলগালা

কানাডায় ভারত সরকারের বিরুদ্ধে শিখদের ব্যাপক বিক্ষোভ

ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ায় কিশোরীর আত্মহত্যার চেষ্টা

আ.লীগের দুই পক্ষের বিরোধে যুবলীগ নেতাকে কোপানোর অভিযোগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ