প্রকাশিত: ০৯ অগাস্ট, ২০২২ ০৬:২৮:৫৭
সাব্বির হোসাইন,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুরে দাম্পত্য কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নারগিস বেগম (৪৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নারগিস বেগম ঐ এলাকার আব্দুল আজিত হাওলাদারের (৬০) স্ত্রী। ঘটনার পরেই ঘাতক স্বামী আজিতকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। আজিত রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি এলাকায় মৃত হাচেন আলী হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, নারগিস বেগম শারীরিক অসুস্থ থাকার কারণে গত দুই বছর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। এতে এক সময় তাদের মধ্যে দূরত্ব দেখা দেয়। ঘটনার দিন সোমবার দিবাগত রাতে দূরত্বতার জের ধরে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা লোহার সাবল দিয়ে নারগিসের মাথায় আঘাত করে আজিত। পরিবারের স্বাজনরা রক্তাক্ত জখম অবস্থায় নারগিসকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের ছোট মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী লামিয়া আক্তার বলেন, ঘটনার রাতে খাবার খেয়ে লামিয়া তার মায়ের সাথে ঘরের ভিতরের কক্ষে আর তার বাবা আজিত সামনের বারান্দায় ঘুমায়। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে মায়ের চিৎকারে লামিয়ার ঘুম ভাঙ্গে। লামিয়া ঘুম থেকে জেগে মা নারগিসকে বাবা আজিত সাবল দিয়ে পেটাচ্ছে দেখে লামিয়া তার বাবাকে বাধা দিতে গিয়ে সেও হাতে আঘাত পায়।রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, রাতেই ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি হত্যা মামলা রুজু করে লাশ ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
প্রজম্মনিউজ২৪/ফারহান আহমেদ
৫০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্প ৭০০ টাকায় বিক্রি
গ্রহাণু থেকে সবচেয়ে বড় নমুনা নিয়ে ফিরল নাসার ক্যাপসুল
সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত রাবির ২১ শিক্ষার্থী
সহকারী জজ নিয়োগ পরীক্ষা,রাবির এক ব্যাচ থেকেই ১০ শিক্ষার্থীর বাজিমাত
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাবের বিশেষ রোবাস্ট পেট্রোল
পুরুষেরা যেসব শারীরিক লক্ষণ কখনোই অবহেলা উচিৎ নয়
এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ঢাবির বঙ্গবন্ধু হল ফ্রেশার্স কুইজ-২০২৩ অনুষ্ঠিত