প্রধানমন্ত্রির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবিপ্রবির উপচার্য ও উপ-উপচার্য

প্রকাশিত: ০৯ অগাস্ট, ২০২২ ১২:৪৪:০০

প্রধানমন্ত্রির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবিপ্রবির উপচার্য ও উপ-উপচার্য

পাবিপ্রবি প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান।

সোমবার (৮ আগস্ট) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য ও উপ-উপাচার্য।

সাক্ষাৎকালে উপাচার্য, উপ-উপাচার্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এছাড়াও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন স্মরণ করে দেশ ও জাতির জন্য তার অবদান সারাজীবন স্মরণ করবে বলে উপাচার্য উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে উপাচার্য ও উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কর্মকাণ্ডসহ সার্বিক অগ্রগতি তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ সামগ্রিক উন্নয়নে ভবিষ্যত পরিকল্পনার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রগতি অবগত হয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত হন ও সন্তোষ প্রকাশ করেন। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।


প্রজন্মনিউজ২৪/খতিব

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ