সিঙ্গাপুরে গোতাবায়ার ভিসার মেয়াদ বাড়ানো অনুরোধ খোদ লঙ্কান সরকারের

প্রকাশিত: ০৭ অগাস্ট, ২০২২ ১১:০২:৪৫

সিঙ্গাপুরে গোতাবায়ার ভিসার মেয়াদ বাড়ানো অনুরোধ খোদ লঙ্কান সরকারের

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসাকে আরো ১৪ দিন সিঙ্গাপুর থাকার অনুমতি দিতে দেশটির কাছে অনুরোধ জানিয়েছে খোদ শ্রীলঙ্কান সরকার। এনডিটিভি দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে।

আন্দোলনের মুখে দেশ থেকে পালানোর পর ১৪ জুলাই সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছিলেন গোতাবায়া রাজাপাকসা। এরপর দুই দফায় ভিসার মেয়াদ বাড়িয়ে সেখানে ২৮ দিন থাকার অনুমতি পান। বর্তমানে তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন। হিসেব অনুযায়ী আগামী ১১ আগস্ট পযর্ন্ত সিঙ্গাপুরে থাকার অনুমতির রয়েছে তার। 

এনডিটিভির প্রতিবেদন বলছে, গোতাবায়াকে আরও কিছুদিন থাকতে দেওয়ার জন্য সিঙ্গাপুরের কাছে অনুরোধ করেছে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা সরকার। তবে শ্রীলঙ্কা সরকারের অনুরোধে গোতাবায়া আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকবেন বলে জানিয়েছে ডেইলি মিরর।

গোতাবায়া সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসতে পারেন বলে সম্প্রতি জানিয়েছিলেন শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র বন্দুলা গুনাবর্ধনে। তবে গোতাবায়া কবে শ্রীলঙ্কায় ফিরতে পারেন, তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি। 

সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বলছে, গোতাবায়া দেশটিতে আশ্রয় চাননি। তাঁকে আশ্রয় দেওয়াও হয়নি।
 


প্রজন্মনিউজ২৪/এসএমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ