প্রকাশিত: ০৭ অগাস্ট, ২০২২ ১০:৪১:০০
অনলাইন ডেস্ক: থানার ভেতরই এক পুলিশ সদস্য উত্তেজিত জনতার হাতে বেদম মারধরের শিকার হয়েছেন। ভারতের নয়া দিল্লিতে এই ঘটনা ঘটে। নয়া দিল্লির আনন্দ বিহার পুলিশ স্টেশনের ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে- ১০/১২ জনের একটি দল ওই পুলিশ সদস্যকে ঘিরে ধরে রেখে মারধর করছেন। অনেকেই নিজেদের মোবাইল ফোনে ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করলেও কেউই হামলাকারীকে থামানোর চেষ্টা করেননি বলে ওই বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়েছে।
যে পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে তিনি আনন্দ বিহার থানার প্রধান কনস্টেবল বলে জানা গেছে। ভিডিওতে ওই কনস্টেবলকে ক্ষমা চাইতে দেখা গেছে। কিন্তু তারপরও উত্তেজিত জনতা তাকে মারধর করা বন্ধ করেনি। এদিকে, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
প্রজন্মনিউজ২৪/ইজা
৫০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্প ৭০০ টাকায় বিক্রি
নওগাঁয় শিক্ষকের দু'পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা
ভিসা নীতিতে কিছু যায় আসে না: শমশের মবিন
বাগেরহাটে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত
দক্ষিণ চীন সাগরে চীনা ব্যারিয়ার সরানোর ঘোষণা ফিলিপাইনের
গ্রহাণু থেকে সবচেয়ে বড় নমুনা নিয়ে ফিরল নাসার ক্যাপসুল
হাইকোর্টের নির্দেশ: অ্যাটক থেকে আদিয়ালায় যাচ্ছেন ইমরান
শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে: রাঙ্গা