সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৭ অগাস্ট, ২০২২ ০৯:৩৪:২৩

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের ২ নেতা বহিষ্কার

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা দুই ছাত্রলীগ নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এই অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার বঙ্গলতলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি যীশু চৌধুরী (২৭) ও সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া (২৬)।

শনিবার (৬ আগস্ট) উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দেব ও যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম স্বাক্ষর করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ছাত্রলীগ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সানি দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাটি জানার পরে তাদের সংগঠন থেকে অব্যাহতি দিয়েছি। তাদের এমন কর্মকাণ্ড ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন করেছে। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। শুক্রবার রাতে ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা ওই দুই ছাত্রলীগ নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় ধর্ষণ মামলা করেন। মামলার বাকি তিন আসামি হলো- একই এলাকার মো. আরিফ (২৬), মো. রাসেল (২৯) ও অমল বড়ুয়া (৪৫)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৫ জুলাই রাত ৮টার দিকে বিপ্লব বড়ুয়া ওই কলেজছাত্রীকে জরুরি কথা আছে বলে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। রাতে ওই কলেজছাত্রী বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। পরদিন ভোরে মেয়েটি বাড়িতে এসে জানান, বিপ্লব তাকে বাড়ির বাইরে ডেকে নেওয়ার পর সঙ্গে থাকা আরও কয়েকজন তার মুখ চেপে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টার কারণে থানায় মামলা দিতে দেরি হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।

বাঘাইছড়ি থানার ওসি মো. আনোয়ার হোসেন খান জানান, মামলার পরপরই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রাখা হয়েছে। রবিবার সকালে রাঙামাটি সদর হাসপাতালে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার করা হবে।


প্রজন্মনিউজ২৪/ইজা

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ