লম্বা নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

প্রকাশিত: ০৬ অগাস্ট, ২০২২ ০৪:১৪:৫৬

লম্বা নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

উপজেলা প্রতিনিধি: নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের বালুয়াঘাট বাজারের নৌকার কারিগর ও কাঠ ব্যবসায়ীরা।প্রায় ৬০ হাত লম্বা নৌকা তৈরির কাজ করছে তারা। নতুন নৌকা তৈরির যেমন ধুম পড়েছে আবার অনেকেই পুরনো নৌকা মেরামতে ব্যস্ত হয়ে পড়েছেন।

বর্ষা মৌসুমে নিচু এলাকার বাসিন্দাদের যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে নৌকা। চারদিকে বর্ষায় যখন রাস্তাঘাট তলিয়ে যায়, তখন নৌকা হয়ে ওঠে পারাপারের ভরসা। এ কারণে জ্যৈষ্ঠের শুরু থেকেই বিভিন্ন গ্রামে নৌকা তৈরির কাজ শুরু হয়ে গেছে। কালাইহাটা দক্ষিণপাড়া বাজারের কাঠপট্টির কারিগররা নৌকা তৈরিতে এখন বেশ ব্যস্ত। দিনরাত নৌকা তৈরি করছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা গেল সেখানে প্রায় বিশ-ত্রিশ জন লোক নৌকা তৈরি করছে। নৌকাটি মূলত ঐ এলাকার সকলের সহযোগিতার মাধ্যমে তৈরি হচ্ছে। তবে এর মূখ্য ভূমিকায় রয়েছেন কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিন, আজিজুল ইসলাম, আব্দুর রহমান সহ এলাকার সকল বাসিন্দারা। 

তাদের সাথে কথা বললে জানা যায়, এই গ্রামের মানুষের প্রয়োজনে তারা এই নৌকাটি তৈরি করছে। এছাড়াও বিভিন্ন সময় নৌকা বাইচে অংশগ্রহণ করে এই নৌকাটি।


প্রজন্মনিউজ২৪/ইজা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ