তেলের দাম বৃদ্ধিতে ধর্মঘট বাস চলাচল বন্ধ 

প্রকাশিত: ০৬ অগাস্ট, ২০২২ ০৪:০৭:১১

তেলের দাম বৃদ্ধিতে ধর্মঘট বাস চলাচল বন্ধ 

সামিদুল ইসলাম,বগুড়া প্রতিনিধি:বগুড়া থেকে দুরপাল্লা ও  অভ্যন্তরীণ রুটে তেলচালিত বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ এই অঘোষিত ধর্মঘটের কথা না জানার কারণে ভোগান্তিতে যাত্রীরা।

শনিবার (৬ আগস্ট)  ভোর থেকেই শুরু হয়েছে এই অঘোষিত ধর্মঘট। সকাল থেকে শহরে এমন চিত্রের দেখা মিললেও অল্পকিছু গ্যাসে চালিত বাস ছাড়তে দেখা গেছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর, নগরবাড়ীসহ রাজধানী ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায়নি। তবে সিরাজগঞ্জ ও ময়মনসিংহ ও জেলার আভ্যন্তরীন রুটে গ্যাসে চালিত বাসগুলো ছেড়ে যাচ্ছে।

বগুড়া ও ঢাকা রুটের এক বাস চালক বলেন, নিজের পকেট থেকে টাকা দিয়ে কেউ ব্যবসা করবে না। বাস ভাড়া না বাড়ানো পর্যন্ত গাড়ি চালানো বন্ধ থাকবে।
পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের দাবি, জ্বালানী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় লোকসানের মুখে পরেছেন তারা। ফলে যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। নতুন করে ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

বগুড়া ও সিরাজগঞ্জ রুটের চেইন মাস্টার নিহাজুল ইসলাম জানান, সকাল থেকে আমার রুটে মাত্র ১ টি বাস ছেড়ে গিয়েছে সেটিও গ্যাসের। অন্য রুটগুলোরও একই অবস্থা।


প্রজন্মনিউজ২৪/ইজা
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ